ডিউ ফ্যাক্টর ভাবাচ্ছে মাশরাফিকে
ছবি: মাশরাফি বিন মর্তুজা

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
বাংলাদেশ-উইন্ডিজের মধ্যকার ওয়ানডে সিরিজটি দিবা-রাত্রির। ফলে সিরিজ শুরুর আগে দুই দলকেই শিশির নিয়ে ভাবতে হচ্ছে। দুই অধিনায়কই জানেন 'ডিউ ফ্যাক্টর' পরে বোলিং করা কঠিন করে দিতে পারে।
কারণ, শিশির ভেজা পিচে সন্ধ্যা-রাতে স্পিনারদের বল গ্রিপ করা কঠিন হয়ে পড়ে। তবে বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা মনে করেন আগে ব্যাট করাই সবচেয়ে উপযোগী। মিরপুরে সংবাদ মাধ্যমের সাথে আলাপকালে তিনি বলেছেন,

"আমাদের যেটা হয় কোনদিন হেভি ডিউ হয়, আবার কোনদিন কম হয়। আমরা ব্যাটিং করলাম, হেভি ডিউ হলে কঠিন হয়ে যাবে। আবার কম ডিউ হলে ম্যানেজেবল করা যাবে। আমি মনে করি উপযোগী হচ্ছে ব্যাটিং করতে পারা আগে।"
দলে সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজের মতো স্পিন বোলিং অলরাউন্ডার থাকায় একাদশ নিয়ে খুব একটা ভাবতে হচ্ছে না বাংলাদেশকে। গত বছর এই সময়ে বিপিএলের আসরে ডিউ ফ্যাক্টর খুব একটা প্রভাব ফেলেনি। এটাই স্বস্তি দিচ্ছে টাইগার অধিনায়ককে।
"আমাদের দুইজন স্পিনার আছে যারা ব্যাটিং করতে পারে। এটা অনেক বড় সুবিধা। এক্ষেত্রে সরাসরি কোন সিদ্ধান্ত নেওয়া যায়। এই সময় আমরা গত বছর বিপিএল খেলেছি। রাতের ম্যাচে ডিউ মিরপুরের খুব বেশি প্রভাব ফেলেনি। তবে কোন কোন ম্যাচে করেছে।"
দলে বেশ কয়েকজন পেসার আছেন। সঙ্গে স্পিন বোলিং অলরাউন্ডার আছেন তিনজন। দলের কম্বিনেশন খুব ভালো অবস্থানে আছে বলে বিশ্বাস মাশরাফির। বিশেষ করে বল হাতে এশিয়া কাপ থেকে ছন্দে থাকা মাহমুদুল্লাহ আশার পালে হাওয়া দিচ্ছেন মাশরাফির।
"পেস বোলার আছে, আমরা তিনজন যদি খেলাই ওখানে আমাদের কম্বিনেশন খারাপ নেই। সাথে রিয়াদ আমাদের অটোমেটিক চয়েস। এশিয়া কাপ থেকেই সে দারুন বোলিং করছে। এটাও একটা সুবিধা আছে।"