রোডসের প্রত্যাশার পারদ বাড়িয়ে দিয়েছেন তামিম

ছবি: স্টিভ রোডস, ক্রিকফ্রেঞ্জি

|| ডেস্ক রিপোর্ট ||
ওয়ানডে সিরিজের লড়াইয়ে নামার আগে ক্যারিবিয়ানদের বিপক্ষে একমাত্র প্রস্তুতি ম্যাচে দারুন একটি শতক হাঁকিয়েছেন টাইগার ওপেনার তামিম ইকবাল। আর এই ম্যাচে দীর্ঘ দিন পর তামিমের খেলা খুব কাছ থেকে দেখার সুযোগ পেয়েছেন কোচ স্টিভ রোডস।
ইনজুরি থেকে ফিরে যেভাবে শতক হাঁকিয়েছেন তামিম তাতে করে রোডসের মতামত দ্রুতই সেরা ফর্মে ফিরছেন টাইগার ওপেনার। কোচের প্রত্যাশার পারদও অনেকটা বাড়িয়ে দিয়েছেন তামিম শতকটি হাঁকিয়ে। সাংবাদিকদের রোডস তাই বলেছেন,
‘আমাদের কয়েকজনের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাচ ছিল। বিশেষ করে চোট থেকে ফেরার পর তামিমের জন্য তো বটেই। সে যে ক্রিকেট থেকে দূরে ছিলো তা নয় তবে মনে হয়েছে সে সেরা ফর্মে ফিরে আসছে।'

তামিমের ফেরাটাকে পোয়াবারো হিসেবেই দেখছেন রোডস। ওয়ানডে ফরম্যাটের অপরিহার্য এই সদস্য ফেরায় বেশ স্বস্তিতে এই ইংলিশম্যান। তাঁর ভাষ্যমতে,
'এটি আমাদের জন্য ইতিবাচক দিক। সে আমাদের ওয়ানডে সেট আপের জন্য অনেক গুরুত্বপূর্ণ অংশ। '
এদিকে শুধু তামিমই নন, প্রস্তুতি ম্যাচে শতকের দেখা পেয়েছেন আরেক ওপেনার সৌম্য সরকারও। আর এই কারণে দলের বড় প্রাপ্তি হিসেবেই সৌম্যকে এগিয়ে রাখছেন রোডস।
তাঁর বিশ্বাস তামিম এবং সৌম্যর মতো ক্রিকেটাররা ব্যাট হাতে জ্বলে উঠতে পারলে উইন্ডিজদের বিপক্ষে বড় সংগ্রহ নিয়ে আসা কঠিন হবে না মোটেই। সাবেক এই ইংলিশ ক্রিকেটারের বক্তব্য,
'সৌম্য সরকারও দলের জন্য বড় পাওয়া। তাঁরা উইন্ডিজদের বিপক্ষে ভালো লড়াই করতে পারবে এবং একটি বড় সংগ্রহ এনে দিতে পারবে আশা করি।'