promotional_ad

বাংলাদেশের দুইশ, মোসাদ্দেকের অর্ধশতক

ছবিঃ টুইটার
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


সংক্ষিপ্ত স্কোরঃ


বাংলাদেশঃ ২০০/৪ (৪০ ওভার)


(আফিফ ৫*, মোসাদ্দেক ৫৫*)


চলমান ইমার্জিং কাপে আরব আমিরাতের বিপক্ষে গতকাল নিজেদের প্রথম ম্যাচে ৯৭ রানে পরাজিত হয়েছিল বাংলাদেশ দল। এবার দ্বিতীয় ম্যাচে আবারও মাঠে নেমেছে তারা। হংকংয়ের বিপক্ষে করাচীর সাউদান্ড ক্লাব ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে শুরুতে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নুরুল হাসান সোহান।


মোসাদ্দেকের অর্ধশতকঃ জাতীয় দলের বাইরে থেকেও ব্যাট হাতে পারফর্ম করে যাচ্ছেন মোসাদ্দেক হোসেন। পঞ্চম উইকেট জুটিতে ইয়াসিরের সঙ্গে গড়েছেন ৯০ রানের জুটি। ৪৫ রান করে ইয়াসির ফিরলেও ফিফটি তুলে নিয়েছেন মোসাদ্দেক। সেই সঙ্গে দলকে ২০০ রানের পুঁজিও এনে দিয়েছেন তিনি।


হাল ধরেছেন মোসাদ্দেক-ইয়াসিরঃ 


promotional_ad

দলীয় ১০০'র আগে তিন উইকেট হারালেও মোসাদ্দেক হোসেন এবং ইয়াসির আলির ব্যাটে লড়াই চালিয়ে যাচ্ছে বাংলাদেশ। দুজন দেখে শুনে খেলে ইতিমধ্যে ৫০ রানের জুটিও গড়েছেন। ফিফটির পথে হাঁটছেন মোসাদ্দেক।


জাকিরের আক্ষেপঃ 


শুরুতে উইকেট হারালেও জাকির এবং শান্ত মিলে হাল ধরে খেলছিলেন। দুজন মিলে দলকে ভালো অবস্থানে নিয়েও গিয়েছিলেন। কিন্তু তাঁদের ৮০ রানের জুটিতে বাঁধা হয়ে দাঁড়ান এহসান খান। ৩৬ রান করা শান্তকে বোল্ড আউট করেন তিনি। শান্ত ফিরলেও অর্ধশতকের পথে হাঁটছিলেন জাকির। কিন্তু ব্যক্তিগত ৪৯ রানে তানভির আহমেদের বলে ওয়াকাস খানকে ক্যাচ দিয়ে বসেন এই ওপেনার। 


শান্ত-জাকিরের জুটিঃ


শুরুতে উইকেট হারিয়ে চাপে পরলেও নাজমুল হোসেন শান্ত এবং জাকির হাসানের ব্যাটে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। দুজন ইতিমধ্যে ৫০ রানের জুটিও গড়েছেন। শান্ত-জাকিরের ব্যাটে লড়াই চালিয়ে যাচ্ছে বাংলাদেশ।  


ব্যাটিংয়ে নেমে বিপদে বাংলাদেশঃ 


হংকংয়ের বিপক্ষে ম্যাচটিতে শুরুতে ব্যাটিং করতে নেমে এরই মধ্যে বিপদে পড়তে হয়েছে বাংলাদেশকে। স্কোরবোর্ডে মাত্র ৯ রান তুলতেই ওপেনার মিজানুর রহমানের উইকেটটি খোয়াতে হয়েছে তাদের। ২৩ বছর বয়সী ডানহাতি পেসার ইহসান নেওয়াজের বলে উইকেটরক্ষক শহীদ আসিফের হাতে ধরা পড়েছেন মিজানুর (৮)।


এরপর ক্রিজে জাকির হাসানের সাথে যোগ দিয়েছেন জাতীয় দলের হয়ে খেলা ব্যাটসম্যান নাজমুল হাসান শান্ত। এই রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশের স্কোর দাঁড়িয়েছে ১ উইকেটে ২২ রান। শান্ত ৮ এবং জাকির ৭ রানে অপরাজিত আছেন। 


উল্লেখ্য এর আগে আরব আমিরাতের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে ৯৭ রানে বড় ব্যবধানে পরাজিত হয়েছিল বাংলাদেশ। ফলে টুর্নামেন্টে টিকে থাকতে হলে আজকের ম্যাচে তাঁদের জয় পেতে হবে। 


বাংলাদেশ ইমার্জিং একাদশঃ


মিজানুর রহমান, জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত, খালেদ আহমেদ, মোসাদ্দেক হোসেন সৈকত, নাইম হাসান, ইয়াসির আলি, আফিফ হোসেন, শরিফুল ইসলাম, নুরুল হাসান সোহান (অধিনায়ক ও উইকেটরক্ষক), তানভির ইসলাম। 


হংকং ইমার্জিং একাদশঃ


আইজাজ খান (অধিনায়ক), বাবর হায়াত, ইহসান খান, ইহসান নাওয়াজ, মোহাম্মদ গাজানফার, নিজাকাত খান, রাগ কাপুর, শহীদ ওয়াসিফ (উইকেটরক্ষক), তানভির আহমেদ, তানউইর আফজাল, ওয়াকাস খান।   



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball