বাংলাদেশকে লজ্জা দিল আরব আমিরাত

ছবি: ছবি-সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ইমার্জিং কাপের শুরুটা মোটেও ভালো হয়নি বাংলাদেশের। উদ্বোধনী দিনে আরব আমিরাতের বিপক্ষে লজ্জাজনক হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে নুরুল হাসান সোহানের দলকে। এদিন ৯৭ রানে টাইগারদের হারিয়েছে আরব আমিরাত।
প্রথমে ব্যাট করে বাংলাদেশকে ২৬৮ রানের লক্ষ্য ছুঁড়ে দেয় আরব আমিরাত। জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে মাত্র ১৭০ রানেই গুটিয়ে যায় টাইগাররা। দলের পক্ষে কোন ব্যাটসম্যানই দাঁড়াতে পারেন নি। আরব আমিরাতের পক্ষে আহমেদ রেজা এবং ইমরান হায়দার নেন ৪টি করে উইকেট।
২৬৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকেই আমিরাতের বোলাররা চাপে রাখে বাংলাদেশকে। দুই ওপেনার জাকির হাসান এবং মিজানুর রহমান সতর্ক ভাবে শুরু করলেও দলীয় ২৮ রানে জাকির ৩ রানে কাদির আহমেদকে উইকেট ছুঁড়ে দেন।
এর খানিক পর নাজমুল হোসেন শান্তও বিদায় নেন ৮ রান করে। আহমেদ রেজাকে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে বসেন তিনি। চতুর্থ উইকেট জুটিতে মিজানুর এবং ইয়াসির আলি হাল ধরলেও ব্যক্তিগত ৪৩ রানে ইমরান হায়দারকে উইকেট দিয়ে বসেন মিজানুর। একই ওভারে মোসাদ্দেককেও ০ রানে বিদায় করেন তিনি।
খানিক পর ২০ রান করে ইয়াসির আলিও ফেরেন সাজঘরে। দলীয় ৭৯ রানে মোট ব্যাটসম্যানকে হারানো বাংলাদেশকে উদ্ধার করতে পারেন অধিনায়ক নুরুল হাসান সোহানও। ০ রান করে বিদায় নেন দলপতি। ৭৯ থেকে ৮০ রান পর্যন্ত আরও ৪ ব্যাটসম্যানকে হারিয়ে বসে বাংলাদেশ।

এরপর আর ম্যাচে ফেরা হয়নি টাইগারদের। নীচের সারির ব্যাটসম্যানরা ছিলেন আসা যাওয়ার মাঝেই। নবম উইকেটে শরিফুল এবং শফিউল মিলে ৫৪ রান যোগ করলেও ১৭০ রানেই গুটিয়ে যায় টাইগাররা।
এর আগে দিনের শুরুতে থমে ব্যাট করে ২৬৭ রানে অল আউট হয় আরব আমিরাত। ওপেনার আশফাক আহমেদ দলের পক্ষে সর্বোচ্চ ৯৮ রানের ইনিংস খেলেন। বাংলাদেশের পক্ষে শরিফুল ইসলাম নেন সর্বোচ্চ ৪টি উইকেট।
বাংলাদেশ অনূর্ধ্ব ২৩ দলঃ নাজমুল হোসেন শান্ত, আফিফ হোসেন, জাকির হাসান, মোসাদ্দেক হোসেন, ইয়াসির আলি, নুরুল হাসান সোহান (অধিনায়ক এবং উইকেট রক্ষক), মিজানুর রহমান, খালেদ আহমেদ, শফিউল ইসলাম, শরিফুল ইসলাম, তানভির ইসলাম।
আরব আমিরাত অনূর্ধ্ব ২৩ দলঃ রোহান মুস্তাফা (অধিনায়ক), আশফাক আহমেদ, মোহাম্মাদ উসমান, রমিজ শেহজাদ, কাদির আহমেদ, গুলাম সাব্বির (উইকেট রক্ষক), আহমেদ রেজা, মোহাম্মাদ নাভেদ, শায়মান আনোয়ার, মোহাম্মাদ বুটা, ইমরান হায়দার।
সংক্ষিপ্ত স্কোরঃ
আরব আমিরাতঃ ২৬৭ অল আউট (৪৯.২ ওভার)
(আশফাক আহমেদ ৯৮, গুলাম সাব্বির ৫২), (খালেদ আহমেদ ৬৫/৩, শরিফুল ৫৫/৪ )
বাংলাদেশঃ ১৭০ অল আউট (৩৬.৫ ওভার)
(শরিফুল ৩১*, শফিউল ৩২) (আহমেদ রেজা ৫০/৪, ইমরান হায়দার ৩৫/৪)
ফলাফলঃ ৯৭ রানে জয়ী আরব আমিরাত