হেটমায়ারকে আগে থেকেই চেনা মিরাজের
ছবি: ছবিঃ বিসিবি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
দুই টেস্টের চার ইনিংসেই ক্যারিবিয়ান বাঁহাতি ব্যাটসম্যান শিমরন হেটমায়ারকে সাজঘরের পথ দেখিয়েছেন টাইগার স্পিনার মেহেদি হাসান মিরাজ। যা সম্ভব হয়েছে হেটমায়ারের বিপক্ষে বেশ কয়েকবার খেলার অভিজ্ঞতার কারণেই, মনে করছেন মিরাজ।
২০১৪ এবং ২০১৬ অনূর্ধ্ব ঊনিশ বিশ্বকাপে খেলেছিলেন মিরাজ এবং হেটমায়ার। দুইবারই বাংলাদেশ দলে অধিনায়ক ছিলেন মিরাজ পক্ষান্তরে ২০১৬ সালের বিশ্বকাপে হেটমায়ার অধিনায়কত্ব পালন করেছেন উইন্ডিজদের।

এই দুই বিশ্বকাপ ছাড়াও জাতীয় দলে এসেও হেটমায়ারের বিপক্ষে খেলেছেন মিরাজ। হেটমায়ারের বিপক্ষে খেলার অভিজ্ঞতাই তাঁর কাজ অনেক সহজ করে দিয়েছে এবং সাফল্যও এসেছে, জানিয়েছেন ঢাকা টেস্টের ম্যাচ সেরা ক্রিকেটার মিরাজ।
'ওর সঙ্গে (বিপক্ষে) আমি অনেক দিন খেলেছি। দুইটা যুব বিশ্বকাপ খেলেছি, তারপর জাতীয় দলে ঢুকেও খেললাম। ওর সম্পর্কে অনেক কিছুই আমি জানি। কাজেই ওর সময় পরিকল্পনা করা সহজ হয়েছে। এজন্য সাফল্যও এসেছে,' ম্যাচ শেষে বলেছেন ২১ বছর বয়সী মিরাজ।
চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে মিরাজের বলে স্টেপ ফরওয়ার্ড করে মারতে দিয়ে বলে ব্যাট ছোঁয়াতে পারেননি হেটমায়ার। আউট হয়েছেন স্ট্যাম্পিং হয়ে। দ্বিতীয় ইনিংসেও সেই মিরাজ, আবার মেরেছেন হাঁকিয়ে। কিন্তু মিরাজের স্পিনে ব্যাটে বল ঠিক মতো লাগেনি, আউট হয়েছেন লং অফে নাঈম হাসানের হাতে ক্যাচ দিয়ে।
ঢাকা টেস্টেও দুইবারই মিরাজের শিকার হেটমায়ার। প্রথম ইনিংসে ক্যাচ এন্ড বোল্ড হয়েছেন মিরাজের হাতে। দ্বিতীয় ইনিংসে ২১ বছর বয়সী হেটমায়ার খেলছিলেন বিধ্বংসী ইনিংস। কিন্তু তাঁকে নব্বইয়ের ঘরে থামালেন মিরাজ। ছয় হাঁকাতে দিয়ে ব্যাটে বলে করতে ব্যর্থ হন হেটমায়ার এবং লং অনে মোহাম্মদ মিঠুনের হাতে ধরা পড়েন।