নড়াইল ২ আসনের মনোনয়ন পেলেন মাশরাফি

ছবি: ছবি- ক্রিকফ্রেঞ্জি

|| ডেস্ক রিপোর্ট ||
আগামী জাতীয় নির্বাচনে প্রার্থী হিসেবে দাঁড়াতে যাচ্ছেন বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। নিজ জেলা নড়াইলেই নির্বাচন করবেন তিনি।
এরই মধ্যে একটি সূত্র থেকে জানা গেছে নড়াইল ২ আসন থেকে মনোনয়ন পেয়ে গিয়েছেন মাশরাফি। ধারণা করা যাচ্ছে খুব শীঘ্রই প্রচারে নামবেন তিনি।
কয়েকদিন আগে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল মাশরাফির নির্বাচনে দাঁড়ানো প্রসঙ্গে গণমাধ্যমকে জানিয়েছিলেন,

'মাশরাফির বাড়ি তো নড়াইলে। মাশরাফি আগামী নির্বাচনে অংশ নেবেন। ও খুব ভালো মানুষ। মাশরাফি নির্বাচনে দাঁড়ালে আপনারা তাকে ভোট দেবেন ও তার জন্য দোয়া করবেন।'
এরপর ধানমন্ডির আওয়ামীলীগ কার্যালয় থেকে মনোনয়ন পত্র কেনেন টাইগার অধিনায়ক। আওয়ামীলীগ কার্যালয়ে যাওয়ার আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে দেখা করতে গণভবনে গিয়েছিলেন মাশরাফি।
উল্লেখ্য মাশরাফি ছাড়াও নির্বাচনে অংশ নেয়ার কথা ছিল অলরাউন্ডার সাকিব আল হাসানেরও। তবে জানা গেছে তাঁকে প্রধানমন্ত্রী আরও সময় নিতে বলায় সেই সিদ্ধান্ত থেকে সরে দাঁড়ান তিনি।
ধারণা করা যাচ্ছে আগামী ক্রিকেট বিশ্বকাপের পর পরই অবসর নিবেন মাশরাফি। এক্ষেত্রে তাঁর রাজনীতিতে যোগ দেয়া খুব একটা প্রভাব ফেলবে না ক্রিকেটে বলে ধারণা করা যাচ্ছে।
তবে সাকিবের ব্যাপারটি ভিন্ন। দেশের হয়ে আরও কয়েক বছর খেলবেন তিনি নিঃসন্দেহে বিধায় এখনই তাঁর রাজনীতিতে জড়ানো ঠিক হবে না বলে মনে করছেন অনেকে।