পিএসএলের গোল্ড ক্যাটাগরিতে তিন বাংলাদেশি

ছবি: ছবি- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
পাকিস্তান সুপার লীগের (পিএসএল) চতুর্থ আসরের ড্রাফটে গোল্ড ক্যাটাগরিতে নাম এসেছে তিন বাংলাদেশি ক্রিকেটারের। বিদেশি কোটায় তরুন উইকেট কিপার ব্যাটসম্যান জাকির হাসান, অলরাউন্ডার আরিফুল হক ও হার্ড হিটার ব্যাটসম্যান সাব্বির রহমানের নাম থাকছে।
চলতি মাসের ২০ তারিখ পিএসএলের চতুর্থ আসরের ড্রাফট অনুষ্ঠিত হবে। ড্রাফট থেকে যে কোন দলে সুযোগ মিলতে পারে এই তিন বাংলাদেশি ক্রিকেটারের। এদের মধ্যে সাব্বির রহমান গতবার পিএসএল খেলেছিলেন, সাকিব আল হাসানের বদলী হিসেবে পেশোয়ার জালমির হয়ে খেলেছিলেন তিনি।

এছাড়া আরিফুল ও জাকির বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) পরীক্ষিত পারফর্মার। এদিকে পিএসএল প্লেয়ার্স ড্রাফটে উন্মুক্ত থাকবে সাকিব আল হাসান, তামিম ইকবাল ও মাহমুদুল্লাহ রিয়াদও।
তামিম ও সাকিবকে তাদের দল পেশোয়ার জালমি ছেড়ে দিয়েছে। কোয়েট্টা গ্ল্যাডিয়েটর্সও রিটেইন করেননি মাহমুদুল্লাহকে।
তবে এদের ছেড়ে দিলেও প্লেয়ার্স ড্রাফট থেকে আবারও তাঁদের দলে ভেড়াতে পাড়বে ফ্র্যাঞ্চাইজি গুলো।