কলম্বো টেস্টে খেলছেন না ধনঞ্জয়া

ছবি: ছবিঃ- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় এবং শেষ টেস্টে খেলা হচ্ছে না লঙ্কান অফ স্পিনার আকিলা ধনঞ্জয়ার। সিরিজের প্রথম টেস্টে সন্দেহজনক বোলিং অ্যাকশনের দায়ে অভিযুক্ত হয়েছিলেন তিনি। এবার বোলিং অ্যাকশনের পরীক্ষা দিতেই কলম্বো টেস্টে খেলছেন না তিনি।
সিরিজের প্রথম ম্যাচে আম্পায়াররা তাঁর বোলিং অ্যাকশনে সন্দেহ প্রকাশ করে। এরপরে তাঁর বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন উঠলে আন্তর্জাতিক ক্রিকেটে তার বোলিং করতে কোনো বাঁধা থাকছে না বলে জানিয়েছিল আইসিসি।
তবে ধনঞ্জয়াকে ১৪ দিনের মধ্যে বোলিং অ্যাকশনের পরীক্ষা দেওয়ার নির্দেশ দেয় তাঁরা। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্ট শুরু হবে বুধবার (১৪ নভেম্বর)। এই ম্যাচে খেলবেন তিনি।

তবে কলম্বো টেস্টে খেলা হচ্ছে না তার। তাঁর বোলিং অ্যাকশনের পরীক্ষা দেওয়ার কথা ছিল ভারতের চেন্নাইতে। কিন্তু সেখানের ল্যাবে শিডিউল না মেলায় তাঁকে যেতে হচ্ছে অস্ট্রেলিয়ার ব্রিসবেনে।
তবে দ্বিতীয় টেস্ট যদি পাঁচদিন বা চারদিনের আগেই শেষ হয়, সেক্ষেত্রে হয়তো একটু আগেই ব্রিসবেন ঘুরে দেশে ফিরতে পারবেন ধনঞ্জয়া। কিন্তু সেই সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ।
উল্লেখ্য, তিন ফরম্যাটের ক্রিকেটেই ধনঞ্জয়া দারুণ বোলিং করছেন সম্প্রতি। জুটি বেঁধেছেন আরেক স্পিনার দিলরুয়ান পেরেরার সাথে। এখন দেখার বিষয়, অ্যাকশন শুধরে আন্তর্জাতিক ক্রিকেটে নিজেকে কতটা মেলে ধরতে পারেন তিনি।