বাংলাদেশের বিশ উইকেট নিতে চাইঃ মাসাকাদজা

ছবি: হ্যামিল্টন মাসাকাদজা

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
সিরিজের প্রথম টেস্টে চারদিনেই বাংলাদেশের বিশ উইকেট তুলে নিয়েছিল জিম্বাবুয়ের বোলাররা। এটাই সিলেট টেস্ট জয়ের অন্যতম হাতিয়ার ছিল তাঁদের। এবার তাই ঢাকা টেস্টেও টাইগারদের বিশ উইকেট শিকার করতে চান জিম্বাবুয়ে অধিনায়ক।
টেস্টে প্রতিপক্ষের বিশ উইকেট নেয়া মানেই খেলায় নিজেদের আধিপত্য দেখান বলে বিশ্বাস করেন জিম্বাবুয়ে অধিনায়ক। তাই ঢাকা টেস্টেও বাংলাদেশকে যত দ্রুত সম্ভব অলআউট করতে চান তিনি।

'টেস্টে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ বিষয় হল ২০ উইকেট নেয়ার চেষ্টা করা। এখানেও একই পরিকল্পনা প্রয়োগ করব। তাদেরকে অলআউট করা এখানেও আমাদের লক্ষ্য থাকবে,' শনিবার ম্যাচের পূর্ববর্তী দিন সংবাদ সম্মেলনে বলেছিলেন মাসাকাদজা।
১৭ বছর পর দেশের বাইরে টেস্ট জয়। স্বভাবতই বাড়বে দলের আত্মবিশ্বাস এবং বেড়েছেও অনেকটা, জানিয়েছেন অধিনায়ক হিসেবে প্রথমবারের মতো টেস্ট জেতা ৩৫ বছর বয়সী অধিনায়ক মাসাকাদজা।
সিলেট টেস্টে বাংলাদেশকে হারিয়ে যেমন আত্মবিশ্বাসের দিকে এগিয়ে জিম্বাবুয়ে, তেমনি চাপে আছে বাংলাদেশ। সংবাদ সম্মেলনে এসে ফুরফুরে মেজাজে মাসাকাদজা বলেন,
'প্রথম টেস্টের পারফর্মেন্স অবশ্যই আমাদের আত্মবিশ্বাস দিচ্ছে এবং টেস্টে সামনে এগিয়ে যেতে অনুপ্রেরণা দিচ্ছে। এটি দলের জন্য সবসময়ই ভাল। আমরা জানি যে আমাদের থেকে তারা কিছুটা চাপে আছে এবং সেখানে অনেক চাপ থাকবে আমিও জানি। সুতরাং অবশ্যই আমরা যথেষ্ট আত্মবিশ্বাসী।'