বাংলাদেশ ক্ষুধার্তঃ মাসাকাদজা

ছবি: ছবি- সংগৃহীত

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
প্রথম টেস্ট জিতে সিরিজে এগিয়ে জিম্বাবুয়ে। সুযোগ রয়েছে বিদেশের মাটিতে সিরিজ জয় করার। সেই সুযোগটাকেই লুফে নিতে মরিয়া হয়ে আছেন সফরকারী দলের অধিনায়ক হ্যামিল্টন মাসাকাদজা। ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে এসে ছিলেন হাসিখুশি মেজাজে। তবে প্রতিপক্ষ দলপতি জানালেন, জয়ের জন্য ক্ষুধার্ত হয়ে আছে টাইগাররা।
প্রতিপক্ষ দলপতির ধারণা বাংলাদেশ সিরিজে সমতা আনার জন্য মুখিয়ে আছে এবং তাঁদের কোন প্রকার ছাড় দিবেনা। তবে নিজেদের ব্যাপারে ইতিবাচক আছেন এই ডানহাতি ব্যাটসম্যান।

টাইগারদের বিপক্ষে লড়াইটা কঠিন হবে। আর ঢাকা টেস্টের ফলাফল তাঁদের পক্ষে গেলে তাঁর দলের জন্য দারুণ হবে বিষয়টা। সংবাদ সম্মেলনে এসে ডানহাতি এই ব্যাটসম্যান জানান,
'আমি যথেষ্ট ইতিবাচক আছি। বাংলাদেশ ক্ষুধার্ত এখন আর আমাদেরকে ছাড় দিবে না তাঁরা। তাঁরা খুবই ভাল দল। কঠিন লড়াইয়ের আশা করছি।
আমি আশাবাদী তাঁরা আমাদের বিপক্ষে শক্ত ভাবেই ঘুরে দাঁড়াবে সিরিজে সমতা আনার জন্য। কিন্তু আমরাও প্রস্তুত আছি। আমরা এই ম্যাচে ফলাফলের আশা করছি। আমাদের পক্ষে গেলে দলের জন্য দারুণ হবে বিষয়টা।'
রবিবার সিরিজ জয় মিশনে বাংলাদেশের বিপক্ষে সকাল সাড়ে নয়টায় মাঠে নামবে জিম্বাবুয়ে। সিলেট টেস্টে জিতে ইতিমধ্যে ১-০ তে এগিয়ে আছে সফরকারীরা।