"উইকেট অপ্রত্যাশিত, একাদশও অপ্রত্যাশিত"
ছবি: ছবি- বিসিবি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
সিরিজ সমতায় শেষ করতে হলে ঢাকা টেস্ট জয় ছাড়া বিকল্প নেই বাংলাদেশ দলের সামনে। দেয়ালে পিঠ থেকে যাওয়া দলটির দলপতি মাহমুদুল্লাহ রিয়াদ জানিয়েছেন, উইকেট দেখে একাদশ নির্বাচন করা হবে। উইকেট যদি অপ্রত্যাশিত হয় একাদশও অপ্রত্যাশিত হবে। তবে একাদশে যে পরিবর্তন আসছে সেটারও ইঙ্গিত দিয়েছেন এই ডানহাতি ব্যাটসম্যান।
তবে একাদশে কেমন পরিবর্তন আসতে পারে সেটা নিয়ে কিছু জানান নি রিয়াদ।আর একাদশে পরিবর্তন আসলে সেটা হবে কৌশলগত পরিবর্তন। ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে রিয়াদ জানান,
'উইকেট যখন অপ্রত্যাশিত থাকে তখন সম্ভবত একাদশটিও অপ্রত্যাশিত থাকে। এখন যেটি বললাম যে কৌশলগত দিক থেকে এখানে কিছু পরিবর্তন থাকবে। এখন দেখা যাক আগামীকাল। 'আমরা কিছু পরিবর্তন করতে পারি। আপনারা কাল দেখতে পাবেন, প্রবাবলি কিছু চেইঞ্জ আসবে।

সবার ব্যক্তিগত বিশ্বাসের জায়গা থাকে। প্লেয়াররা নিজে থেকেও চিন্তা করে, দলও চিন্তা করে। আমার মনে হয় আমাদের দেশের প্লেয়াররা অনেক হৃদয় দিয়ে খেলে। যেই তাঁর দেশের জন্য খেলে সবসময় ১০০ ভাগ দিয়েই খেলে। এই টেস্টে আমরা ১২০ ভাগ দিয়ে খেলব।'
যেহেতু অধিনায়ক ইঙ্গিত দিয়েছেন একাদশে পরিবর্তন আসার সেই প্রেক্ষিতে ধারণা করা হচ্ছে দ্বিতীয় টেস্টে অভিষেক হতে পারে মোহাম্মাদ মিথুনের। নাজমুল হোসেন শান্তর পরিবর্তে তাঁকে একাদশে রাখে দল সাজানোর সম্ভাবনা রয়েছে।
সেই সঙ্গে একজন স্পিনার কমিয়ে বাড়তি পেসার হিসেবে একাদশে ফিরতে পারেন মুস্তাফিজুর রহমান। কিন্তু মুস্তাফিজের একাদশে অন্তর্ভুক্ত হওয়ার বিষয়টি নির্ভর করছে তাঁর ফিটনেসের উপর। এই দুটি পরিবর্তন ছাড়া একাদশে আর কোন বড় ধরণের পরিবর্তন আসার সম্ভাবনা নেই বললেই চলে।
প্রথম টেস্টের মত দ্বিতীয় টেস্টেও ওপেনিংয়ের দায়িত্ব পালন করবেন লিটন দাস এবং ইমরুল কায়েস। তিন নম্বরে থাকছেন মমিনুল হক, চার নম্বরে শান্তর পরিবর্তে দেখা যেতে পারে মিথুনকে। অধিনায়ক মাহমুদুল্লাহ থাকছেন পাঁচ নম্বরে।
উইকেটরক্ষকের দায়িত্ব পালন করার ব্যাটিংয়ে বাড়তি সময় দিতে মুশফিকুর রহিম খেলবেন ছয় নম্বরে। সিলেট টেস্টে অভিষেক হওয়া আরিফুল হক দায়িত্ব সামাল দিবেন লোয়ার মিডেল অর্ডারে। মেহেদি হাসান মিরাজ এবং তাইজুল ইসলাম মিলে সামাল দিবেন স্পিন বিভাগের।
পেস বোলিং ডিপার্টমেন্টে আবু জায়েদ রাহির সঙ্গে একাদশে ফেরার সম্ভাবনা রয়েছে মুস্তাফিজুর রহমানের। তবে অধিনায়কের ইঙ্গিত মতে একাদশের পূর্ণ সিদ্ধান্ত নেয়া হবে উইকেট কেমন হবে সেটা দেখে ম্যাচের আগ মুহূর্তে।
বাংলাদেশের সম্ভাব্য একাদশঃ ইমরুল কায়েস, লিটন দাস, মমিনুল হক, মিথুন আলি, মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), আরিফুল হক, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, আবু জায়েদ রাহি, মুস্তাফিজুর রহমান।