promotional_ad

'উইকেটরক্ষক' মুশফিক খেলুক ছয় নম্বরেইঃ রিয়াদ

ছবি- ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


নিজের প্রিয় পজিশন চার নম্বর ছেড়ে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে ছয় নম্বরে ব্যাট করেছেন মুশফিকুর রহিম। আর ঢাকা টেস্ট শুরুর আগের দিন সংবাদ সম্মেলনে অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ ইঙ্গিত দিয়েছেন মুশফিকের ব্যাটিং পজিশনের পরিবর্তন আসছে না। 


সিলেট টেস্টে দলের ভরাডুবির পর অনেকেই প্রশ্ন তুলেছিলেন অভিজ্ঞ এই ব্যাটসম্যানের ব্যাটিং পজিশন কেন বদলানো হয়েছে? উত্তরে অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ জানিয়েছেন, উইকেটরক্ষকের দায়িত্ব পালন করার কারনে ব্যাটিংয়ের জন্য বাড়তি সময় দিতেই তাঁকে ছয় নম্বরে খেলান হয়েছে।  


promotional_ad

সাদা পোশাকে দীর্ঘ সময় উইকেট রক্ষকের দায়িত্ব পালন করা থেকে দূরে ছিলেন মুশফিকুর রহিম। কিন্তু সিলেট টেস্টের দুই ইনিংসেই ছয় নম্বর পজিশনে ব্যাট করেছেন মুশফিকুর রহিম। উইকেট রক্ষকের দায়িত্বে ফিরে আসায় টিম ম্যানেজম্যান্ট এমন চিন্তা ভাবনা করেছে বলে জানিয়েছেন রিয়াদ। 


'দেখুন সে যেহেতু উইকেটকিপিং করছে আমার কাছে মনে হয় যে তাঁর জন্য পাঁচ কিংবা ছয়ই সেরা ব্যাটিং পজিশন হবে। কারণ আপনি যদি প্রায় ৮০-৯০ ওভার কিপিং করেন এবং আবার ব্যাটিং করেন তাহলে সেটি কঠিন।


তাই আমার কাছে মনে হয় তাঁকে একটু সময় দেয়াটা ভাল হবে বলে। আর টিম ম্যানেজমেন্টও এই বিষয়টি সেভাবে চিন্তা করছে যে হয়তোবা ওকে যদি একটু সময় দেয়া হয় তাহলে সে আরেকটু রিফ্রেশ হবে এবং এটি তাঁর ব্যাটিংয়ের জন্য ভাল হবে।'


এদিকে মুশফিকের ব্যাটিং সব পজিশনেই গুরুত্বপূর্ণ দলের কাছে। আর ম্যাচের আগে দল কেমন হবে কে কোথায় খেলবে এসব নিয়ে আলোচনা হবে বলেও জানিয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ।  
 
'আর ওর ব্যাটিংটা আমাদের সবার জন্যই গুরুত্বপূর্ণ। এখন পর্যন্ত আমরা অনেক কিছুই চিন্তার মধ্যে আছি। সম্ভবত এই বিষয়গুলো আমরা আজকের মধ্যেই সমাধান করব।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball