promotional_ad

যে কোন ভাবেই জিততে চাইঃ আরিফুল

ছবিঃ ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


সিলেট টেস্টে পরাজয়ের কারণে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে বাংলাদেশ। তাই ঢাকা টেস্টকে বাংলাদেশের জন্য বাঁচা-মরার ম্যাচ হিসেবে দেখছেন সিলেট টেস্টে অভিষেক হওয়া অলরাউন্ডার আরিফুল হক। তাই যেভাবেই হোক ম্যাচ জিততে চান তাঁরা, বলেছেন তিনি।


তবে সে জন্য চাপে নেই বাংলাদেশ, কারণ প্রথম টেস্টে দলের বাইরে থাকা দলের মূল পেসার মুস্তাফিজুর রহমান ফিরছেন ঢাকা টেস্টে। যার ফলে দলের শক্তি বহুগুণ বৃদ্ধি পাবে এবং বাংলাদেশের জেতার সম্ভাবনাও বেশি থাকবে বলে বিশ্বাস করছেন ২৫ বছর বয়সী এই অলরাউন্ডার। 


promotional_ad

'আমাদের কোন চাপ নেই। আমাদের মূল বোলার মুস্তাফিজ খেলে নি। মুস্তাফিজ ফিরলে আমরা ম্যাচ জিততে পারব, কোন সমস্যা হবে না। আমরা ইতিবাচক আছি, আমাদের জন্য বাঁচা মরার ম্যাচ, আমরা ম্যাচ জিতব যেভাবেই হোক।'


তাই গত ম্যাচের ১৫১ রানের বিশাল পরাজয় নিয়ে ভাবতে চাইছেন না আরিফুল। মনে করতে চাইছেন না দলের ব্যাটসম্যানদের খামখেয়ালীপনা ব্যাটিং। জানিয়েছেন, তাঁদের লক্ষ্য যে কোন মূল্যেই হোক জয় নিয়ে মাঠ ছাড়া।


তবে তাঁর জন্য দলের সকলকে নিজেদের সেরাটা দিয়ে খেলতে হবে, মনে করছেন আরিফুল। শুক্রবার মিরপুরে অনুশীলন শেষে সাংবাদিকদের দলের লক্ষ্যের কথা জানিয়েছেন গত টেস্টে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান সংগ্রহ করা এই ব্যাটসম্যান।


'আমরা যদি শেষ ম্যাচ নিয়ে চিন্তা করি তাহলে মোরালি অনেক ডাউন থাকব। আমরা ওইটা নিয়ে চিন্তা করব না। আমরা ম্যাচ, বল টু বল নিয়ে ফোকাস করব। আমার মনে হয় সবাই একত্র হয়ে খেলতে পারলে আমাদের জন্য ম্যাচ জেতা কঠিন হবে না।'


আগামী রবিবার (১১ নভেম্বর) সিরিজের শেষ ম্যাচে সফরকারীদের মুখোমুখি হবে বাংলাদেশ। আসন্ন এই ম্যাচ জয় দিয়ে সিরিজের সমাপ্তি করাই এখন টাইগারদের একমাত্র লক্ষ্য।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball