promotional_ad

মাসাকাদজার প্রথম, তাই মুহূর্তটাও ছিল বিশেষ কিছু

ছবি- সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


৬৪তম ওভারের প্রথম বল, ওয়েলিংটন মাসাকাদজাকে সুইপ করতে গিয়ে টপ এজ হলেন আরিফুল হক। কোন ঝুঁকি না নিয়ে বলটি গ্লাভস বন্ধী করলেন রেগিস চাখাভা। বাংলাদেশ ১৬৯ রানে অল আউট। জয়ের উল্লাসে মেতেছিল জিম্বাবুয়ে দলের সকল ক্রিকেটার।


কিন্তু সকলের সাথে না গিয়ে স্লিপে দাঁড়িয়ে একাই উল্লাস করলেন দলের অধিনায়ক হ্যামিল্টন মাসাকাদজা। মাটিতে লুটিয়ে পড়লেন জয়ের আনন্দে। দেশের বাইরে তাঁর প্রথম জয় বলে কথা, পাশাপাশি অধিনায়ক হিসেবেও প্রথম।


আবার ঘরের বাইরে ১৭ বছর পর জিম্বাবুয়ের প্রথম টেস্ট জয়। সব মিলিয়ে, মুহূর্তটাই অন্যরকম ছিল মাসাকাদজার কাছে। অনুভূতিটাও ছিল বিশেষ কিছু, নিজ মুখেই জানিয়েছেন জিম্বাবুয়ে অধিনায়ক। 


promotional_ad

'এটা অন্যরকম অনুভূতি আমার জন্য। এই জয় জিম্বাবুয়ের অধিনায়ক হিসেবে আমার প্রথম জয়। এমনকি ঘরের বাইরে এটা আমার প্রথম জয়। তাই এই জয় আমার জন্য বিশেষ একটি মুহূর্ত,' জিম্বাবুয়াইন দৈনিক ডেইলি নিউজ লাইভকে বলেছিলেন মাসাকাদজা।


দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও দুর্দান্ত খেলেছিল জিম্বাবুয়ে। জয়ের দুয়ার থেকে ফিরে এসেছে বার বারই। জয়ের স্বাদ নেয়া হয়নি আর। একই সাথে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজেও দারুণ খেলেছে জিম্বাবুয়ে দল।


হয়তো জেতা হয়নি কোন ম্যাচই। কিন্তু টাইগারদের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টকেই স্মরণীয় করে রাখল দলটি। ১৭ বছরের আক্ষেপ ঘুচিয়ে বাইরের মাটিতে টেস্ট ম্যাচ জিতল তাঁরা। ১৫১ রানে পরাজিত করল বাংলাদেশকে।


টানা এতগুলো ম্যাচ ভাল খেলার পর এ জয়টা যে তাঁদের পাওনা ছিল, বিশ্বাস করছেন ৩৫ বছর বয়সী ক্রিকেটার মাসাকাদজা। 'দীর্ঘ সময় এই জয় এসেছে, কিন্তু আমি মনে করি এটা আমাদের প্রাপ্য ছিল। কারণ আমরা দক্ষিণ আফ্রিকা সফর থেকেই ভাল জায়গায় আছি, কিন্তু ফলাফলটা ভাল হয়নি আমাদের। এখানেও আমরা ওয়ানডে সিরিজে ভাল অবস্থানে ছিলাম।


'হয়তো ম্যাচ জেতা হয়নি আমাদের কিন্তু আমার মনে হয় ছেলেরা তাঁদের কাজ ভালভাবেই সম্পন্ন করেছে এবং ভালভাবেই টেস্ট ম্যাচটা শেষ করতে পেরেছে। আমি ছেলেদের পারফর্মেন্স নিয়ে সত্যিই অনেক উত্তেজিত। তাঁরা অনেক ভাল কাজ করেছেন এবং এই জয় তাঁদের প্রাপ্য ছিল।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball