promotional_ad

বাংলাদেশকে হারিয়ে বাছাই পর্বের দুঃখ ভুলছিঃ রাজা

ছবি- গ্যাটি ইমেজ
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


২০১৯ বিশ্বকাপের জন্য বাছাই হতে পারেনি জিম্বাবুয়ে। যা অনেক বেশি হতাশার জিম্বাবুয়ে ক্রিকেটের জন্য। বলা যায়, এটা তাদের কাছে দুঃস্বপ্নের মতো। জিম্বাবুয়ে দলের অলরাউন্ডার সিকান্দার রাজাও জানিয়েছেন, বিশ্বকাপে বাছাই না হওয়া এখনও নাড়া দেয় তাঁকে।


তবে বাংলাদেশের মাটিতে বাংলাদেশকে টেস্ট ম্যাচ হারিয়ে সেই দুঃখ অনেকটাই কমেছে তাঁদের। দলের ক্রিকেটাররা মাঠে যেভাবে তাদের সাহস দেখিয়েছেন, তাতে মুগ্ধ রাজা। পাশাপাশি তাঁদেরকে যারা এখনও সমর্থন করে যাচ্ছেন সে সব সমর্থকদের উপহার হিসেবে এই জয় উৎসর্গ করেছেন তিনি।


promotional_ad

'এই জয় আমাদের চরিত্র এবং সাহসের কথা বলে যা ছেলেরা মাঠে দেখিয়েছে। কিছু মানুষ তো এখনও বিশ্বকাপ বাছাইয়ের সেই দুঃস্বপ্ন দেখে, আমিও তাঁদের মধ্যে একজন। কিন্তু এ জয় সেই কষ্ট থেকে কিছুটা পরিত্রাণ দিয়েছে।


'টেস্ট ক্রিকেটের সর্বোচ্চ পর্যায় এবং যারা এত কিছুর পরও জিম্বাবুয়ে ক্রিকেটকে সমর্থন করে গেছেন এ জয় তার পুরষ্কার। সবাইকে ধন্যবাদ তাদের লাগাতার সমর্থনের জন্য,' মঙ্গলবার ম্যাচ শেষ বলেছিলেন রাজা।


সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের অভিষেক টেস্টে বাংলাদেশকে এক প্রকার পাত্তাই দেয়নি জিম্বাবুয়ে। এক দিন বাকি থাকতেই টাইগারদের বিপক্ষে ১৫১ রানের বিশাল জয় নিয়ে মাঠ ছেড়েছিল সফরকারীরা।


ইংল্যান্ড, অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী টেস্ট দলও বাংলাদেশের মাটিতে বাংলাদেশকে হারাতে হিমশিম খেয়েছে। সেখানে সবচেয়ে কম টেস্ট খেলুড়ে দল হয়েও বাংলাদেশকে বিশাল ব্যবধানে হারিয়েছে জিম্বাবুয়ে। যা অনেকটা জাদুর মতো লাগছে রাজার কাছে। 


'ব্যক্তিগতভাবে, বাংলাদেশে টেস্ট ম্যাচ জিততে পেরে আমি অনেক ভাল অনুভব করছি। অনেক দেশই এটা এখনও পারেনি। আর জিম্বাবুয়ে দল তো তেমন টেস্ট ম্যাচ খেলেই না। প্রায় এক বছর আগে আমরা শেষ টেস্ট খেলেছিলাম। ১৫১ রানে তাঁদেরকে (বাংলাদেশ) পরাজিত করা, এটা আমার কাছে জাদুর মতো লাগছে।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball