র্যাঙ্কিংয়েও টাইগারদের সমস্যা জিম্বাবুয়ে

ছবি: ছবিঃ বিসিবি

|| ডেস্ক রিপোর্ট ||
জিম্বাবুয়ের কাছে সিলেট টেস্টের পরে ঢাকা টেস্টেও হেরে গেলে র্যাঙ্কিংয়ে বেশ কিছু পয়েন্ট হারাবে বাংলাদেশ দল। সাম্প্রতিক সময়ে এমনিতেই টেস্টে খারাপ সময় পার করছে বাংলাদেশ।
র্যাঙ্কিংয়ে অবস্থানও সুখকর নয় (নবম স্থানে)। টাইগারদের উপরে (অষ্টম স্থানে) আছে উইন্ডিজ। নিচে অবস্থান করছে (দশম স্থানে) জিম্বাবুয়ে। জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগে টাইগারদের পয়েন্ট ছিল ৬৭।

জিম্বাবুয়ের পয়েন্ট ছিল মাত্র ২। সিরিজে ০-১ ব্যবধানে জিম্বাবুয়ে এগিয়ে যাওয়ায় এই মুহূর্তে টাইগারদের পয়েন্ট ৫৭, জিম্বাবুয়ের পয়েন্ট ২২! ১১ই নভেম্বর অনুষ্ঠেয় ঢাকা টেস্ট ড্র হলে এমনটাই থাকবে রেটিং পয়েন্ট।
কিন্তু ঢাকা টেস্টেও যদি হারে বাংলাদেশ এবং সিরিজের অবস্থা জিম্বাবুয়ের দিকে ০-২ হয় সেক্ষেত্রে টাইগারদের পয়েন্ট হবে ৫৫। আর জিম্বাবুয়ের পয়েন্ট হবে ২৬। কিন্তু ঢাকা টেস্ট টাইগাররা জিতে গেলে র্যাঙ্কিংয়ে কিছুটা স্বস্তি থাকবে তাঁদের।
দুই ম্যাচের টেস্ট সিরিজ তখন হবে ১-১ ব্যবধানে ড্র। টাইগারদের পয়েন্ট হবে ৬৭ এবং জিম্বাবুয়ের পয়েন্ট হবে ২। বাংলাদেশের উপরে থাকা উইন্ডিজের পয়েন্ট ৭৬। অর্থাৎ, র্যাঙ্কিংয়ে উন্নতি বা অবনতি না হলেও পয়েন্টে পরিবর্তন আসবে।
আর সামনেই ঘরের মাঠে উইন্ডিজের বিপক্ষে টাইগারদের দুই ম্যাচের টেস্ট সিরিজ। চলতি সিরিজে বাকি ম্যাচটি জিতলে এবং উইন্ডিজের সঙ্গে ভাল ফলাফল করলে আরও বেশ কিছু পয়েন্ট আশা করতেই পারে বাংলাদেশ।