মাভুটা শিক্ষা দিলেন বাংলাদেশকে?

ছবি: ছবিঃ গেটি ইমেজ

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
সিলেট টেস্টের দ্বিতীয় ইনিংসে বাংলাদেশকে একাই নাকানি চুবানি খাইয়েছেন তরুন লেগ স্পিনার ব্রেন্ডন মাভুটা। ২১ বছর বয়সী এই তরুনের ঘূর্ণির সামনে উইকেট বিলিয়ে এসেছেন ৪ টাইগার ব্যাটসম্যান।
বর্তমান সময়ে ক্রিকেট যেমন উন্নতি করছে তেমনি ক্রিকেটের তিন ফরম্যাটে গুরুত্ব বেড়ে চলেছে লেগ স্পিনারের। সেই গুরুত্ব বুঝতে পেড়েছে জিম্বাবুয়ে দলও। গ্রেম ক্রিমার না থাকায় তরুন এই ক্রিকেটারকে নিয়ে বাংলাদেশে এসেছিলেন তাঁরা।

আর সফরকারীদের এক ফোটাও হতাশ করেন নি মাভুটা। পাঁচ বছর পর টেস্টে জিম্বাবুয়ে দলের জয় পাওয়ার দিন কার্যকারী ভূমিকা পালন করেছেন বল হাতে। আর সফরকারী দলের হেড কোচ লালচান রাজপুত জানালেন লেগ স্পিনাররা এখন ম্যাচ উইনারের ভূমিকা পালন করেন।
'দক্ষিণ আফ্রিকায় মাভুটা ভালো করেছিল কিন্তু এখানে ওয়ানডে সিরিজে সে বেশী সফলতা পায় নি। আমরা জানতাম যেহেতু সে একজন লেগ স্পিনার তারমানে সে একজন ম্যাচ উইনারও।
তাকে তাঁর সহজাত বোলিং করতে বলা হয়েছি আর বেশি ফ্লাইট দিতে বারণ করা হয়েছিল, সে সেটাই করেছে। যেহেতু চতুর্থ দিন চলছিল, ঠিক জায়গায় বোলিং করলে সাফল্য আসবেই।'
একদিকে রাজপুত যখন বলছেন লেগ স্পিনাররা দলের গুরুত্বপূর্ণ সদস্য এবং ম্যাচ উইনার। ঠিক এর উল্টো চিত্র বাংলাদেশ শিবিরে। জুবাইর হোসেন লিখনের মত লেগ স্পিনার থাকা সত্ত্বেও টেস্ট দলে জায়গা হয় না তাঁর।
টেস্টে নিজেকে প্রমান করা এই স্পিনারকে চলমান জাতীয় ক্রিকেট লীগে পাঁচ উইকেট শিকারের পরের দুই ম্যাচে বসে কাটাতে হয়েছে সাইড বেঞ্চে। লেগ স্পিনার থাকা সত্ত্বেও তাঁকে যোগ্য ব্যবহার করার জবাবটা মাভুটা ভালোভাবেই দিয়েছেন বাংলাদেশকে।