বড় দলও বাংলাদেশকে হারাতে হিমশিম খায়ঃ রাজপুত

ছবি: ছবি- ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
ঘরের মাঠে বাংলাদেশ অনেক শক্তিশালী। টেস্টের বাঘা বাঘা দলও বাংলাদেশের কন্ডিশনে টাইগারদের হারাতে হিমশিম খায় রীতিমত। সেখানে সবচেয়ে কম টেস্ট ম্যাচ খেলা দল জিম্বাবুয়ে বাংলাদেশের মাটিতে সিরিজের প্রথম টেস্টেই বাংলাদেশকে হারিয়ে দিয়েছে। যেটাকে জিম্বাবুয়ে ক্রিকেটের অনেক বড় অর্জন হিসেবে দেখছেন জিম্বাবুয়ের প্রধান কোচ লালচাঁদ রাজপুত।
সিলেট টেস্টে একদিন বাকি থাকতেই বাংলাদেশের বিপক্ষে ১৫১ রানের জয় তুলে নিয়েছে সফরকারীরা। স্বাগতিকদের বলা যায় পাত্তাই দেয়নি তাঁরা। দলের প্রধান কোচ মনে করছেন, এমন কন্ডিশনে এরকম জয় জিম্বাবুয়ের ক্রিকেটকে পুনরুজ্জীবিত করবে। তাঁদেরকে মানসিকভাবে আরও শক্তিশালী করবে।

'অবশ্যই হ্যাঁ, কারণ টেস্টের শক্তিশালী দলগুলোও বাংলাদেশে এসে বাংলাদেশকে হারাতে অনেক লড়াই করতে হয়। এটা আমাদের জন্য মানসিকভাবে অনেক বড় একটি জয়। এই জয় জিম্বাবুয়ের ক্রিকেটকে অবশ্যই পুনরুজ্জীবিত করবে।
'আমরা বিশ্বাস করতে শুরু করেছি যে আমরা শুধু ঘরের মাঠেই জিততে পারি না, আমরা বাইরের মাটিতে জিততে পারি। এটা প্রথম পদক্ষেপ এবং আমাদের এখান থেকেই পরবর্তী ধাপে যেতে হবে,' ম্যাচের পর সংবাদ সম্মেলনে বলেছিলেন রাজপুত।
২০১৬ সালে টেস্টের অন্যতম শক্তিশালী দল ইংল্যান্ড এসেছিল বাংলাদেশে। খেলেছিল দুইটি টেস্ট, যেখানে একটিতে পরাজয়ের মুখ দেখতে হয়েছিল তাঁদেরকে। এছাড়া ২০১৭ সালে শক্তিশালী দল অস্ট্রেলিয়া এসেছিল বাংলাদেশ সফরে।
তাঁরাও বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের একটিতে পরাজিত হয়েছিল। এত শক্তিশালী দল হওয়া সত্ত্বেও বাংলাদেশের মাটিতে বাংলাদেশের বিপক্ষে পরাজিত হতে হয়েছিল দুই দলকেই। সেখানে টেস্টে তেমন শক্তিশালী দল না হয়েও জিম্বাবুয়ে বাংলাদেশকে পরাজিত করেছে। স্বভাবতই এটা তাঁদের জন্য অনেক বড় জয়।