জয়ের ক্ষুধায় ধরা দিয়েছে সাফল্যঃ রাজপুত

ছবি: ছবিঃ ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেণ্ট ||
জয়ের জন্য ক্ষুধার্ত ছিল জিম্বাবুয়ে। আর এই ক্ষুধা থেকেই বাংলাদেশের বিপক্ষে এমন পারফর্মেন্স করেছে সফরকারীরা। দলের হেড কোচ লালচান রাজপুত ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে জানিয়ে দিলেন ম্যাচ জয়ের মন্ত্র।
এই টেস্টে জয় পাওয়ার আগে ২০১৩ সালে পাকিস্তানের বিপক্ষে শেষ বার এই ফরম্যাটে জয়ের মুখ দেখেছিল তাঁরা। পাঁচ বছর পর এই টেস্ট জয়কে তাই বড় করেই দেখছেন রাজপুত।
সিলেট টেস্টে প্রথম থেকেই দাপট দেখিয়েছে জিম্বাবুয়ে। চতুর্থ দিন জিততেই হবে এই মনোভাব নিয়েই মাঠে নেমেছিল হ্যামিল্টন মাসাকাদজার দল। সব মিলিয়ে সফলতার জন্য ক্ষুধার্ত ছিল বলেই জিতেছে তাঁরা।

'জয়ের জন্য ক্ষুধার্ত ছিলাম আমরা। যেভাবেই হোক ম্যাচটা জিততেই হবে আমাদের এই মনোভাব নিয়েই মাঠে নেমেছিলাম। কারণ আমাদের আগের পারফর্মেন্স ভালো ছিল না। আর এটাই আমাদের সাফল্যের জন্য ক্ষুধার্ত বানিয়েছে।'
এদিকে ম্যাচ জয়ের জন্য দলের বোলারদের বাড়তি চেষ্টা করেছেন বলেও জানান রাজপুত। টেস্ট ক্রিকেট ধৈর্যের খেলা, আর প্রতিপক্ষ এই ফরম্যাটে তাদের সুযোগ দিয়েছে তাঁরা সেটাকেই কাজে লাগিয়েছে।
'দলের বোলাররা বাড়তি চেষ্টা করেছে। কারণ আপনি যদি বোলিংয়ে আক্রমণাত্মক না হন তাহলে ব্যাটসম্যানরা আপনাকে ভালো ভাবে খেলে ফেললে দল ব্যাকফুটে চলে যেত। তাই পেসে বেশি ভারসাম্য এনে বোলিং করেছে তাঁরা।
লক্ষ্য ছিল ৮৫ থেকে ৯০ গতিতে বোলিং করার আর ধৈর্য ধরে থাকার। টেস্ট ক্রিকেট ধৈর্যের খেলা যেহেতু। প্রতিপক্ষ আপনাকে সুযোগ করে দিবেই উইকেট নেয়ার জন্য। আর সেই সুযোগটাই আমরা কাজে লাগিয়েছি।'