promotional_ad

তাইজুল হতে যাচ্ছে আগামীর আন্তর্জাতিক বোলারঃ রোডস

তাইজুল ইসলাম
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট || 


জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজে সাকিব নেই, তাই টাইগারদের স্পিন বোলিং আক্রমণের নেতৃত্ব দিয়েছেন বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম। নিজের দায়িত্ব বেশ ভাল ভাবেই পূরণ করেছেন তিঁনি।


প্রথম ইনিংসে ৬ উইকেট, দ্বিতীয় ইনিংসে ৫টি শিকার করেছেন তাইজুল। ১১ উইকেট হয়ে গেল। সাদা পোষাকের ক্রিকেটে প্রথমবারের মতো কোনো ম্যাচে ১০ উইকেট পেলেন তিঁনি। বাংলাদেশ দলের প্রধান কোচ স্টিভ রোডস মনে করেন এই পারফর্মেন্স দিয়ে একজন আন্তর্জাতিক মানের বোলার হিসেবে আত্মপ্রকাশ করেছেন তাইজুল।


promotional_ad

'যে পিচে খুব বেশি টার্ন ছিল না এবং অনেক চেষ্টা করতে হয়েছে সেই পিচেই ১১ উইকেট শিকার করেছে তাইজুল। এর জন্য অবশ্যই তাঁকে অভিনন্দন জানাতে হয়। সে নিঃসন্দেহে একজন আন্তর্জাতিক মানের বোলার হিসেবে আত্মপ্রকাশ করছে'


কোচের মন্তব্যের কারণও আছে। সিলেট টেস্টে বাংলাদেশের চতুর্থ বোলার হিসেবে ১০ বা ততোধিক উইকেট শিকারের রেকর্ড করেছেন তাইজুল। এই কীর্তি দুইবার করে আছে টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসানের।


ফলে সব মিলে এই কীর্তি গড়েছেন পাঁচজন বাংলাদেশী। তবে এক জায়গায় বাংলাদেশ দলের 'পোস্টার বয়' সাকিব আল হাসানকে ছাড়িয়ে গেছেন তাইজুল। বাংলাদেশের হয়ে এক ম্যাচে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারের রেকর্ড এখন এই বাঁহাতির দখলে।


এনামুল হক জুনিয়র ও মেহেদী মিরাজ নিয়েছেন ১২ উইকেট। সাকিব দুবারই নিয়েছেন ১০টি করে উইকেট। তাছাড়া, মাত্র ২০ ম্যাচ খেলে ৮০ উইকেট দখল করেছেন তাইজুল।


চলতি টেস্টেই মাশরাফি বিন মর্তুজাকে টপকে বাংলাদেশের তৃতীয় সেরা বোলার তিনি। এতসব রেকর্ডে নাম লিখিয়ে আন্তর্জাতিক অঙ্গনে নিজেকে নতুন করে চেনালেন তাইজুল। এই বাঁহাতিই হয়ত হতে চলেছেন বাংলাদেশের পরবর্তী আন্তর্জাতিক বোলার।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball