আমরা পাঁচ সেশন জিতে ম্যাচ জিততে এসেছিঃ রোডস

ছবি: স্টিভ রোডস

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
জিম্বাবুয়ের দেয়া ৩২১ রানের পাহাড় সমান লক্ষ্যের পেছনে ছুটছে বাংলাদেশ দল। সেশনের হিসাবে এখনও প্রায় ২০০ ওভার বাকি। ফলে, এই ম্যাচে জয়ের আশাই করছে বাংলাদেশ দল।
শেষ সেশনে ইমরুল-লিটনের দায়িত্বশীল ব্যাটিংয়ে কোনো উইকেট না হারিয়ে ২৬ রান করে দিন পাড়ি দিয়েছে বাংলাদেশ দল। এই ব্যাটিংই আত্মবিশ্বাস যোগাচ্ছে টাইগার কোচ স্টিভ রোডসের মনে। তিনি জানিয়েছেন পাঁচ সেশন জিতে ম্যাচ জয়ের জন্যই এসেছে তার দল।
"আমরা টেস্টের পাঁচ সেশন জিতে ম্যাচ জেতার জন্য এসেছি। প্রথম সেশন অনেকটাই ড্র ছিল আমি বলব। আমরা পরের সেশনও জিতেছি। সুতরাং আমরা সঠিক পথেই আছি। আমরা আগামীকালের সেশন গুলোও জেতার চেষ্টা করব।"

সিলেটের উইকেট স্পিনারদের অনুকূলে যাবে তা আগেই জানা ছিল। তবে এখনও সব বল টার্ন করা শুরু করেনি। ফলে বাংলাদেশের ব্যাটসম্যানদের দুশ্চিন্তার কোনো কারণ দেখছেন না তিনি। এই উইকেটে স্পিনারদের বিপক্ষে খেলা অসম্ভব নয় বলেই বিশ্বাস স্টিভ রোডসের।
"ভাল দিক হচ্ছে, উইকেটটি এখনও র্যাঙ্ক টার্নারের মত আচরণ করছে না। সব বল টার্ন করছে না। মাঝে মধ্যে কিছু বল টার্ন করছে, যতক্ষণ পর্যন্ত আপনি বশি দুশ্চিন্তা না করছেন, ততক্ষণ পর্যন্ত খুব বেশি সমস্যা হওয়ার কথা না। যেই বল আপনাকে আউট করবে সেটা আউট করবেই। কিন্তু এই উইকেটে আপনি খেলতেই পারেন স্পিনের বিপক্ষে।"
"আজ ইমরুল ও লিটন দেখিয়ে দিয়েছে তাঁরা সেটা করার সামর্থ্য রাখে। এখানে রান করার উপায় অবশ্যই আছে। আমরা দুইটি বড় জুটির খোঁজে আছি এবং সেটা সম্ভব। বড় স্কোর তাড়া করে জেতা খুবই কঠিন, কিন্তু এটা অসম্ভব নয়," তৃতীয় দিনের খেলা শেষে স্টিভ রোডস বলেছেন।
গত বেশ কয়েকটি সিরিজ থেকেই টাইগার ব্যাটসম্যানদের পারফর্মেন্স হতাশাজনক। শেষ ৭ ইনিংসে টাইগারদের ইনিংস ২০০ পার হয়নি। তবে, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিপক্ষে এমন উইকেটে খেলে পাওয়া জয়গুলো আশা যোগাচ্ছে টাইগার কোচকে।
"টেস্ট দলের ব্যাটিং অবশ্যই উন্নতি করতে হবে। ওয়েস্ট ইন্ডিজে দুই ম্যাচে, যা খুবই কঠিন ছিল। কিন্তু ঘরের মাঠে এই টেস্টের প্রথম ইনিংসে এমন ব্যাটিং হওয়াটা অবশ্যই হতাশার। সাধারন এই উইকেটে আমরা ভালোই করি। ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিপক্ষে আমরা বেশ কঠিন উইকেটে খেলেছিলাম, দুই দলের জন্যই কঠিন ছিল উইকেট গুলো।"
প্রথম ইনিংসে ভরাডুবির কারণে ব্যাটসম্যানদের কাঠগড়ায় দাঁড় করাতে চান না রোডস। বাংলাদেশ দলের ব্যাটসম্যানদের উপর ভরসা রাখছেন তিনি। দলের ব্যাটসম্যানরা শৃঙ্খলা ধরে রেখে চতুর্থ দিনে ব্যাটিং করতে পারলে দারুণ উপভোগ্য একটি ম্যাচ হবে বলেই মনে করেন টাইগার কোচ।
"আমরা আমদের ব্যাটসম্যানদের কাঠগড়ায় দাঁড় করাতে পারব না। কারণ তাঁরা খুবই চেষ্টা করে যাচ্ছে, ভাল করে যাওয়ার জন্য। আমি বিশ্বাস করি ওরা ভাল প্লেয়ার। তাদের আত্মবিশ্বাস দরকার। আজ ওদের ব্যাটিং দেখলেই বুঝতে পারবেন পার্থক্যটা কই। তাঁরা ভাল শৃঙ্খলা দেখিয়েছে। আমরা যদি আগামী কালও এটা ধরে রাখতে পারি তাহলে ম্যাচটা দারুন হবে।"