দেখে শুনে খেলছেন ইমরুল-লিটন

ছবি: ছবি- ক্রিকফ্রেঞ্জি

|| ডেস্ক রিপোর্ট ||
বাংলাদেশ দ্বিতীয় ইনিংসঃ
২৫/০ (১০ ওভার)
লিটন দাস ১৩ , ইমরুল কায়েস ১২
জিম্বাবুয়ের দ্বিতীয় ইনিংসঃ ১৮১ অল আউট ৬৫.৪ ওভার
মাসাকাদজা ৪৮, ব্রেন্ডন টেইলর ২৪
(মিরাজ ৩/৪৮, তাইজুল ৫/৬২)

বাংলাদেশের প্রথম ইনিংসঃ ১৪১/৮, ৪৮ ওভার
(আরিফুল ৩৯*, অপু ৮*; চাতারা ৩/৯, জার্ভিস ২/২৮ )
জিম্বাবুয়ের প্রথম ইনিংসঃ ২৮২ অলআউট, ১১৭.৩ ওভার
(মুর- ৬৩*, উইলিয়ামস ৮৮ ; তাইজুল ইসলাম ৬/১০৮)
সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে জয়ের জন্য বাংলাদেশকে ৩২১ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়েছে সফরকারী জিম্বাবুয়ে। টেস্টের তৃতীয় দিনের দ্বিতীয় ইনিংসে তাইজুল ইসলামের ঘূর্ণিতে হ্যামিল্টন মাসাকাদজার দল অল আউট হয়েছে ১৮১ রানে। দ্বিতীয় ইনিংসে তাইজুল ইসলামের শিকার ৫ উইকেট। দুই ইনিংস মিলিয়ে এই বাঁহাতি স্পিনার নিয়েছেন মোট ১১ উইকেট। জিম্বাবুয়ের ছুঁড়ে দেয়া বড় লক্ষ্যে এখন ব্যাট করছে বাংলাদেশ। শেষ খবর পাওয়া পর্যন্ত তাঁদের স্কোর বিনা উইকেটে ২৪ রান।
লিটন-ইমরুলের জুটিঃ
প্রথম ইনিংসে ব্যর্থ হলেও দ্বিতীয় ইনিংসে দেখে শুনে খেলছেন দুই ওপেনার লিটন দাস এবং ইমরুল কায়েস। দুজন মিলে হাল ধরে ব্যাট করছেন, প্রতিপক্ষের বোলারদের বিপক্ষে দেখে শুনেই স্কোরবোর্ডে রান যোগ করছেন।
বাংলাদেশ একাদশ-
লিটন কুমার দাস, ইমরুল কায়েস, মমিনুল হক, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদুল্লাহ রিয়াদ (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত, আরিফুল হক, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাজমুল ইসলাম অপু, আবু জায়েদ চৌধুরী রাহি।
জিম্বাবুয়ে একাদশ-
হ্যামিল্টন মাসাকাদজা (অধিনায়ক), ব্রায়ান চারি, ক্রেইগ আরভিন, ব্র্যান্ডন টেইলর, শন উইলিয়ামস, সিকান্দার রাজা, পিটার মুর, রেগিস চাকাবভা (উইকেটরক্ষক), ব্র্যান্ডন মাভুটা, ওয়েলিংটন মাসাকাদজা, কাইল জার্ভিস, টেন্ডাই চাতারা।