তাইজুলের প্রথম দশ
ছবি: ছবি- বিসিবি

|| ডেস্ক রিপোর্ট ||
বাংলাদেশের চতুর্থ বোলার হিসেবে এক টেস্টে দশ উইকেট নেয়ার কীর্তি অর্জন করেছেন বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম। জিম্বাবুয়ের বিপক্ষে সিলেট টেস্টে এই গৌরবে নিজের নাম লিখিয়েছেন তিনি।
টেস্ট ক্যারিয়ারের সেরা বোলিং করে প্রথমবারের মতো এক টেস্টে দশ উইকেট পেয়েছেন তাইজুল। দুই ইনিংস মিলিয়ে এ টেস্টে ১১ উইকেট তুলে নিয়েছেন তিনি। এর আগে এক টেস্টে সর্বোচ্চ আট উইকেট নিয়েছিলেন তাইজুল। বলা যায়, তাঁর বোলিংয়ের সামনেই বার বার দিশেহারা হয়েছে জিম্বাবুয়ের ব্যাটিং লাইন আপ।

তাঁর আগে এই কীর্তি গড়েছিলেন এনামুল হক জুনিয়র, সাকিব আল হাসান এবং মেহেদি হাসান মিরাজ। তবে সবার মধ্যে দুই বার দশ উইকেট নেয়ার কৃতিত্ব রয়েছে দেশ সেরা বাঁহাতি অলরাউন্ডার সাকিব আল হাসানের।
এদিকে এই টেস্টেই বাংলাদেশের হয়ে সেরা উইকেট শিকারি বোলারের তালিকায় তৃতীয় অবস্থানে উঠে এসেছেন এই স্পিনার। এখন পর্যন্ত মাত্র ১৯ টেস্ট খেলে ৮০ উইকেট নিয়েছেন তাইজুল।
পেছনে ফেলছেন দুই পেসার মাশরাফি বিন মর্তুজা এবং শাহাদাত হোসেন রাজিবকে। তাঁর উপর রয়েছেন সাবেক বাঁহাতি স্পিনার মোহাম্মদ রাফিক। যার উইকেট সংখ্যা ১০০ টি।
আর এই তালিকায় সবার উপরে রয়েছেন সাকিব। মোট ৫৩টি টেস্টে তাঁর শিকার ১৯৬টি উইকেট।