মাশরাফিকে ছাড়িয়ে তাইজুল

ছবি: ছবি- ক্রিকফ্রেঞ্জি

|| ডেস্ক রিপোর্ট ||
সিকান্দার রাজাকে দুর্দান্ত এক ডিলেভারিতে বোল্ড আউট করে ফিরিয়ে দুই ইনিংসে দশ উইকেট শিকারের কীর্তি গড়েছেন তাইজুল ইসলাম। সেই সঙ্গে টেস্টে সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় মাশরাফিকে ছাড়িয়ে তৃতীয়তে উঠে এসেছেন এই স্পিনার।
জিম্বাবুয়ের বিপক্ষে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এখন পর্যন্ত দুই ইনিংস ১০ উইকেট শিকার করা এই স্পিনারের উইকেট এখন মোট ৭৯টি। রাজাকে ফিরিয়ে ছাড়িয়ে গিয়েছেন মাশরাফির ৭৮ উইকেটের মাইলফলক।

প্রথম ইনিংসে ছয় উইকেট ছিকার করে বাঁহাতি এই স্পিনার পেছনে ফেলেছিলেন পেসার শাহাদাত হোসেনকে। এদিকে এখন পর্যন্ত টেস্ট ক্রিকেটে দেশের হয়ে সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় শীর্ষে আছেন বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।
মোট ৫৩টি টেস্টে তাঁর শিকার ১৯৬টি উইকেট। দ্বিতীয়তে থাকা সাবেক স্পিন তারকা মোহাম্মদ রফিকের শিকার ৩৩ ম্যাচে ১০০ উইকেট। এখন পর্যন্ত মাত্র ১৯ টেস্ট খেলে ৭৯ উইকেট নিয়ে তৃতীয় স্থানে উঠে এসেছেন তাইজুল।
এদিকে সফরকারী জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট ক্যারিয়ারে প্রথম বারের মতো দশ উইকেট নিয়েছেন তাইজুল। এর আগে ২ ইনিংস মিলিয়ে ৮১ রান দিয়ে সর্বোচ্চ ৯ উইকেট শিকার করেছিলেন তিনি।