ফের বাংলাদেশকে নিয়ে শেহওয়াগের বেফাঁস মন্তব্য

ছবি: ছবি- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
আবারও বাংলাদেশকে নিয়ে বেফাঁস মন্তব্য করেছেন ভারতের সাবেক ওপেনার বিরেন্দ্রর শেহওয়াগ। সিলেট টেস্টের দ্বিতীয় দিন চলাকালীন সময় টাইগার ব্যাটসম্যানরা যখন ব্যর্থতার পরিচয় দিচ্ছিলেন তখনই বাংলাদেশকে আবারও সাধারণ দল বলেন এই ভারতীয় ক্রিকেটার।
ম্যাচ চলাকালীন সময়ে ক্রিকেট বিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকইনফোর ধারাবিবরণীতে বিরেন্দ্রর শেহওয়াগের নামে দেখা যায় একটি মন্তব্য। সেখানেই টাইগারদের সাধারণ দল বলেন তিনি।

'আমি এখনও বাংলাদেশকে অর্ডিনারি দল বলব। হয়তো তারা যে কোনো স্থানেই জিততে পারে; কিন্তু এই জয়ের জন্য অনেকগুলো বিষয় তাদের পক্ষে থাকতে হয়। যেমন : টস, প্রতিপক্ষের কোয়ালিটি, ভেন্যু, পিচ ইত্যাদি। আমার মতে এখনও এটা একটি অর্ডিনারি (সাধারণ মানের) দল।'
এর আগেও বাংলাদেশকে নিয়ে এমন ধরণের মন্তব্য করেছেন সাবেক এই ভারতীয় ওপেনার। ২০১০ সালে সংবাদ সংবাদ সম্মেলনে প্রকাশ্যে বাংলাদেশকে অর্ডিনারি দল বলেছিলেন শেহওয়াগ।
'বাংলাদেশ একটি অর্ডিনারি দল, কারা তারা ভারতের ২০ উইকেট নেওয়ার সামর্থ্য রাখে না। তারা ওয়ানডেতে চমক দেখাতে পারে, কিন্তু সাদা পোশাকে কখনই নয়।'
সিলেট টেস্টের দ্বিতীয় দিন ব্যাটসম্যানদের ব্যর্থতায় জিম্বাবুয়ের বিপক্ষে মাত্র ১৪৩ রানেই গুটিয়ে গিয়েছে বাংলাদেশ। সব মিলিয়ে দ্বিতীয় দিন শেষে ব্যকফুটে রয়েছে বাংলাদেশ। আর শেষ তিন টেস্টে বরাবরই ব্যর্থতার পরিচয় দিয়ে আসছেন টাইগার ব্যাটসম্যান।