promotional_ad

তাইজুলের উচ্চাভিলাষ

ছবি- বিসিবি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


জিম্বাবুয়ের বিপক্ষে সিলেট টেস্টের ১৪০ রানে পিছিয়ে থেকে নিজেদের প্রথম ইনিংস শেষ করেছে বাংলাদেশ। চতুর্থ ইনিংসে যে বিশাল লক্ষ্য অপেক্ষা করছে টাইগারদের সামনে কিছুটা অনুমেয়। লক্ষ্য যতই হোক টেস্ট ক্রিকেটে রেকর্ড গড়ে হলেও জিততে চায় বাংলাদেশ।


টেস্টের দ্বিতীয় দিন শেষে সংবাদ সম্মেলনে প্রথম ইনিংসে ছয় উইকেট শিকার করা বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম বলেন, 'আসলে টেস্ট ক্রিকেটটা রেকর্ডের খেলা। রেকর্ড কিন্তু টেস্ট ক্রিকেটেই বেশি হয়। আমরাও তাই চাচ্ছি, আমাদের দল এমন কোন রেকর্ডই করুক।'


চতুর্থ ইনিংসে সর্বোচ্চ রানের লক্ষ্য তাড়া করে টেস্ট জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ (২০০২ সালে)। অস্ট্রেলিয়ার দেয়া ৪১৮ রানের লক্ষ্য তিন উইকেট হাতে রেখেই জিতে গিয়েছিল তাঁরা। সে রকম কোন লক্ষ্য থাকলেও জিততে মরিয়া টাইগাররা।


promotional_ad

তাইজুলের বিশ্বাস এখনও ম্যাচে ফেরার ক্ষমতা রাখে বাংলাদেশ। কারণ টেস্টে এখনও তিন দিন বাকি, যা ম্যাচ জয়ের জন্য অনেক সময়। তাই বাংলাদেশ এখনও জয় ছাড়া কিছুই চিন্তা করছে না


'আমরা জয়ের চিন্তাই করছি। ম্যাচে এখনও তিন দিন বাকি আছে এবং তিন দিন অনেক সময়। আর সময় যত গড়াবে উইকেটের অবস্থা ততই খারাপ হবে,' বলেছিলেন তাইজুল।


চলমান এই ম্যাচকে নিজেদের অধীনে নিতে জিম্বাবুয়েকে দেড়শ রানের মধ্যে আটকাতে চান তাইজুল, 'আমরা ওদের ১৫০ রানের মধ্যে রাখতে পারলে ভাল হবে।' 


তবে ব্যাটসম্যানদের ব্যর্থতার দিনে বল হাতে অসাধারণ ছিলেন তাইজুল। ??্রথম দিন দুই উইকেট নেয়ার পর দ্বিতীয় দিন আরও চার উইকেট তুলে নেন তিনি। একাই ছয় উইকেট নিয়ে জিম্বাবুয়াইনদের বড় সংগ্রহের পথে দেয়াল হয়ে দাঁড়ান এই বাঁহাতি স্পিনার।


তাঁর সফলতায় একপ্রকার পানি ঢেলে দেয় ব্যাটসম্যানরা, বলাই যায়। কিন্তু সময়টাকে স্বাভাবিকভাবেই নিয়েছেন তাইজুল। বলেছেন,


'আসলে ক্রিকেটে কখনো ভাল হবে আবার কখনো খারাপ হবে, এমন সময় কিন্তু আসে। সকালে হয়তো আমাদের সময়টা ভাল কেটেছে। মধ্যাহ্ন বিরতির পর থেকে দুই সেশন আমাদের পক্ষে আসে নি। আমাদের হাতে আরও তিন দিন সময় আছে, আমরা চেষ্টা করব ওদের দ্রুত অল আউট করার।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball