promotional_ad

বিপিএলে কে কোন দলে

ছবি- ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


বিপিএল ২০১৮-১৯ মৌসুমের ড্রাফট অনুষ্ঠিত হয়ে গেল ঢাকার রেডিসন ব্লু হোটেলে। চলমান ড্রাফটের আগেই বিপিএল দল গুলো চারজন ক্রিকেটার দলে ভিড়িয়েছে। এর বাইরে বেশ কিছু ক্রিকেটারের সাথে চুক্তি সম্পন্ন করেছে দল গুলো। 


এবার ড্রাফটের মাধ্যমে দল সাজানোর কাজ শেষ করল বিপিএল দল গুলো। বিপিএল ড্রাফটের পর দল গুলোর স্কোয়াড কেমন হলো, দেখা নেয়া যাক...


ঢাকা ডাইনামাইটসঃ রুবেল হোসেন (ক্যাটাগরি এ), নুরুল হাসান সোহান (ক্যাটাগরি বি), রনি তালুকদার (ক্যাটাগরি সি), শুভাগত হোম (ক্যাটাগরি বি), অ্যান্ড্রু বিরস (দক্ষিণ আফ্রিকা, ক্যাটাগরি ই), ইয়ান বেল (ইংল্যান্ড, ক্যাটাগরি ডি), কাজি অনিক (ক্যাটাগরি ই), মিজানুর রহমান (ক্যাটাগরি ডি), আসিফ হাসান, বাঁহাতি স্পিনার (ক্যাটাগরি সি), শাহাদাত হোসেন রাজিব (ক্যাটাগরি বি), নাইম শেখ (ক্যাটাগরি ই)।


ড্রাফটের পূর্বেঃ  সাকিব আল হাসান, সুনীল নারিন, রভম্যান পাওয়েল, কিরন পোলার্ড, আন্দ্রে রাসেল, হযরতউল্লাহ জাজাই।


চিটাগং ভাইকিংসঃ মোসাদ্দেক হোসেন (ক্যাটাগরি এ), আবু জায়েদ রাহি (ক্যাটাগরি এ), সৈয়দ খালেদ আহমেদ (ক্যাটাগরি ডি), নাইম হাসান (ক্যাটাগরি ই), ক্যামরন ডেলপোর্ট (দক্ষিণ আফ্রিকা, ক্যাটাগরি ডি), দাসুন শানাকা (শ্রীলঙ্কা, ক্যাটাগরি ডি), মোহাম্মদ আশরাফুল (ক্যাটাগরি বি), রবিউল হক (ক্যাটাগরি ই), ইয়াসির আলি চৌধুরী (ক্যাটাগরি সি), নিহাদুজ্জামান (ক্যাটাগরি সি), নাজিবুল্লাহ জাদরান (আফগানিস্তান, ক্যাটাগরি এফ), সালমান ইসলাম।



promotional_ad

ড্রাফটের পূর্বেঃ সিকান্দার রাজা, লুক রঞ্চি, সানজামুল ইসলাম, মোহাম্মদ শাহজাদ, রবি ফ্র্যালিঙ্ক, মুশফিকুর রহিম।


রংপুর রাইডার্সঃ শফিউল ইসলাম (ক্যাটাগরি এ), সোহাগ গাজি (ক্যাটাগরি সি), ফরহাদ রেজা (ক্যাটাগরি বি), মেহেদি মারুফ (ক্যাটাগরি সি), রবি বোপারা (ইংল্যান্ড, ক্যাটাগরি বি), রাইলি রুশ (দক্ষিণ আফ্রিকা, ক্যাটাগরি বি), নাহিদুল ইসলাম (ক্যাটাগরি ডি), নাদিফ চৌধুরী (ক্যাটাগরি সি), আবুল হাসান রাজু (ক্যাটাগরি বি), ফারদিন হোসেন অনিক (ক্যাটাগরি ই), বেনি হাওয়েল (ইংল্যান্ড, ক্যাটাগরি ডি), ওশানে থমাস (উইন্ডিজ)।


ড্রাফটের পূর্বেঃ ক্রিস গেইল, মাশরাফি বিন মুর্তজা, নাজমুল ইসলাম, মোহাম্মদ মিথুন, এবি ডি ভিলিয়ার্স, অ্যালেক্স হেলস।


কুমিল্লা ভিক্টরিয়ান্সঃ আবু হায়দার রনি (ক্যাটাগরি এ), আনামুল হক বিজয় (ক্যাটাগরি এ), মেহেদি হাসান (ক্যাটাগরি বি), জিয়াউর রহমান (ক্যাটাগরি সি), শহিদ আফ্রিদি (পাকিস্তান, ক্যাটাগরি এ প্লাস), থিসারা পেরেরা (শ্রীলঙ্কা, ক্যাটাগরি এ), মোশাররফ রুবেল (ক্যাটাগরি সি), মোহাম্মদ শহিদ (ক্যাটাগরি সি), শামসুর রহমান (ক্যাটাগরি সি), সঞ্জিত সাহা (ক্যাটাগরি ডি), এভিন লুইস (উইন্ডীজ, ক্যাটাগরি এ প্লাস), ওয়াকার সালাম খেল (আফগানিস্তান), আমির ইয়াসিম (পাকিস্তান)।  


ড্রাফটের পূর্বেঃ তামিম ইকবাল, ইমরুল কায়েস, মোহাম্মদ সাইফুদ্দিন, শোয়েব মালিক, আসেলা গুনারত্নে, লিয়াম ডসন।


খুলনা টাইটান্সঃ জহুরুল ইসলাম (ক্যাটাগরি বি), শরিফুল ইসলাম (ক্যাটাগরি ই), তাইজুল ইসলাম (ক্যাটাগরি বি), মোহাম্মদ আল আমিন (ক্যাটাগরি বি), জহির খান (আফগানিস্তান, ক্যাটাগরি ডি), শারফেন রাদারফোর্ড (উইন্ডিজ, ক্যাটাগরি ই), শুভাশিস রয় (ক্যাটাগরি বি), জুনায়েদ সিদ্দিকি (ক্যাটাগরি সি), তানভির ইসলাম, বাঁহাতি স্পিনার (ক্যাটাগরি ই), মাহিদুল ইসলাম অঙ্কন (ক্যাটাগরি ই), লাসিথ মালিঙ্গা (শ্রীলঙ্কা, ক্যাটাগরি এ), ইয়াসির শাহ (পাকিস্তান), ব্রেন্ডন টেইলর (জিম্বাবুয়ে)।



ড্রাফটের পূর্বেঃ মাহমুদুল্লাহ, আরিফুল হক, নাজমুল হোসেন শান্ত, কার্লোস ব্র্যাথওয়েট, ডেভিড মালান, আলী খান।


রাজশাহী কিংসঃ সৌম্য সরকার (ক্যাটাগরি এ), ফজলে রাব্বি (ক্যাটাগরি বি), আরাফাত সানি (ক্যাটাগরি সি), আলাউদ্দিন বাবু (ক্যাটাগরি সি), ইসুরু উদানা (শ্রীলঙ্কা, ক্যাটাগরি ই), লরি ইভেন্স (ইংল্যান্ড, ক্যাটাগরি ই), মার্শাল আইয়ুব (ক্যাটাগরি সি), কামরুল ইসলাম রাব্বি (ক্যাটাগরি বি), রায়ান টেন ডেসকাটে (নেদারল্যান্ডস, ক্যাটাগরি ডি), সেকুগে প্রসন্ন (শ্রীলঙ্কা), মোহাম্মদ সামি (পাকিস্তান)। 


ড্রাফটের পূর্বেঃ মমিনুল হক, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, জাকির হাসান, কাইস আহমেদ, ক্রিস্টিয়ান জোনকার।


সিলেট সিক্সার্সঃ  আফিফ হোসেন (ক্যাটাগরি বি), তাসকিন আহমেদ (ক্যাটাগরি বি), আল আমিন হোসেন (ক্যাটাগরি সি), তৌহিদ হৃদয় (ক্যাটাগরি ই), ফ্যাভিয়ান অ্যালেন (উইন্ডিজ, ক্যাটাগরি ই), মোহাম্মদ ইরফান (পাকিস্তান, ক্যাটাগরি সি), নাবিল সামাদ (ক্যাটাগরি সি), এবাদত হোসেন (ক্যাটাগর ডি), অলক কাপালি (ক্যাটাগরি সি),  জাকির আলি অনিক (ক্যাটাগরি সি), গুলবদিন নাইব (আফগানিস্তান, ক্যাটাগরি ডি), আন্দ্রে ফ্লেচার (উইন্ডিজ), মেহেদি হাসান রানা (ক্যাটাগরি সি), নিকলাস পুরান (উইন্ডীজ) ।


ড্রাফটের পূর্বেঃ নাসির হোসেন, সাব্বির রহমান, লিটন দাস, সোহেল তানভির, ডেভিড ওয়ার্নার, সন্দীপ লামিচানে।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball