স্টার্ককে নিয়ে দ্বিধাদ্বন্দ্বে অস্ট্রেলিয়া

ছবি: ছবি- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
পাকিস্তান এবং আরব আমিরাতের বিপক্ষে আসন্ন টি-টুয়েন্টি সিরিজের আগে পেসার মিচেল স্টার্ককে নিয়ে দ্বিধাদ্বন্দ্বে আছে ক্রিকেট অস্ট্রেলিয়া। বাঁহাতি এই পেসার ম্যাচ খেলার জন্য পুরোপুরি ফিট নন বলে জানা গিয়েছে।
পাকিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্ট চলাকালীন সময় হ্যামস্ট্রিংয়ে চোট পান এই পেসার। যদিও ইনজুরি নিয়েই পুরো ম্যাচে খেলেছেন তিনি।

কিন্তু ম্যাচ শেষে ইনজুরি ভারি হয়ে ওঠে তাঁর। ক্রিকেট অস্ট্রেলিয়া আশাবাদী ম্যাচের আগেই পুরোদমে ফিট হয়ে উঠবেন এই বাঁহাতি পেসার।
স্টার্ক যদি খেলতে না পারেন সেক্ষেত্রে পিটার সিডলকে বদলি হিসেবে রেখেছে তাঁরা। এদিকে ইনজুরি থেকে ফেরার পর সংক্ষিপ্ত ফরম্যাটে দীর্ঘদিন পর মাঠে নামবেন মিচেল মার্শ।
২২ তারিখ আরব আমিরাতের বিপক্ষে একমাত্র টি-টুয়েন্টি ম্যাচে মাঠে নামবে অস্ট্রেলিয়া। এরপর ২৪,২৬ এবং ২৮ তারিখ অনুষ্ঠিত হবে পাকিস্তানের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজ।
অস্ট্রেলিয়ার দল: অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), মিচ মার্শ, অ্যালেক্স ক্যারি, অ্যাস্টন অ্যাগার, নাথান কুল্টার-নাইল, ক্রিস লিন, নাথান লায়ন, গ্লেন ম্যাক্সওয়েল, বেন ম্যাকডারমট, ডি আর্চি শর্ট, পিটার সিডল, বিলি স্ট্যানলেক, মিচেল স্টার্ক, অ্যান্ড্রু টাই, অ্যাডাম জাম্পা।