ভারতের মিডেল অর্ডারের স্থায়ী সমাধান রাইডু?

ছবি: আম্বতি রাইডু

|| ডেস্ক রিপোর্ট ||
গত বেশ কয়েকটি সিরিজ থেকেই ওয়ানডে ফরম্যাটে ভারতের চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে ভঙ্গুর মিডেল অর্ডার। বিশ্বকাপের আগে দলের মিডেল অর্ডারের দুর্বলতার স্থায়ী সমাধান চায় ভারত। এই জায়গায় এশিয়া কাপে দুর্দান্ত খেলেছেন আম্বতি রাইডু। আপাতত তার ব্যাটেই সমাধান খুঁজছেন ভারতীয় দলপতি ভিরাট কোহলি।
"দীর্ঘদিন ধরেই আমরা শুধু চার নম্বর জায়গা নিয়ে চিন্তায় ছিলাম। অনেককেই খেলানো হয়েছে। দুর্ভাগ্যের হল, কেউই চার নম্বরে নিজেদের জায়গা পাকা করতে পারেনি। বা, আমরা যে ভাবে চাইছি, সে ভাবে পারফরম্যান্স করতে পারেনি। এশিয়া কাপে রায়াডু যে ভাবে খেলেছে, তাতে বিশ্বকাপের আগে সময় পেলে এই জায়গায় মানিয়ে নিতে পারবে বলে মনে হচ্ছে।"

এশিয়া কাপে কোহালির অনুপস্থিতিতে তিন নম্বরে নেমেছিলেন রাইডু। ছয় ইনিংসে ৪৩.৭৫ গড়ে তিনি করেছেন ১৭৫ রান। এ বারের আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়েও নজর কেড়েছিলেন তিনি। ৪৩ গড়ে ব্যাট হাতে করেছিলেন ৬০২ রান। স্ট্রাইক রেট ছিল ১৪৯.৭৫।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হচ্ছে রবিবার গুয়াহাটিতে। এই সিরিজে রাইডুই হচ্ছেন ভারতের মিডেল অর্ডারের তুরুপের তাস। তাছাড়া, ইংল্যান্ড বিশ্বকাপের আগে নিজেদের গুছিয়ে নেওয়ার জন্য ভারত পাচ্ছে মোট ১৮ ম্যাচ।
তাই, এই সিরিজে রাইডুকে নিয়ে পরীক্ষা নীরিক্ষার সুযোগ পাচ্ছে ভারতীয়রা। তবে কোহলির ধারণা মতে এই জায়গার জন্য রাইডুই সঠিক লোক। মূলত তার অভিজ্ঞতা কোহলিকে পথ দেখাচ্ছে।
"মিডল অর্ডার ব্যাটসম্যানের ভূমিকা পালনের ক্ষমতা ওর রয়েছে বলে দল পরিচালন সমিতি মনে করছে। আমাদের মিডল অর্ডারে এখন মোটামুটি ভারসাম্য রয়েছে এসে গিয়েছে বলে আমাদের ধারণা। চার নম্বর জায়গায় রায়াডুই সঠিক লোক বলে বিশ্বাস করছি। ওর অভিজ্ঞতা রয়েছে। রাজ্য দলের পাশাপাশি ও আইপিএলেও অনেক ম্যাচ জিতিয়েছে। এখনই ওয়ানডে ফরম্যাটে দেশের হয়ে ওর রেকর্ড দারুণ।" যা দাঁড়াচ্ছে, রায়াডুর উপর আস্থা রাখছে রবি শাস্ত্রী-বিরাট কোহালি জুটি।