promotional_ad

সিরিজ জয়ের ম্যাচে মাঠে নামছে পাকিস্তান- অস্ট্রেলিয়া

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় টেস্টে পাকিস্তানের মুখোমুখি হচ্ছে অস্ট্রেলিয়া। বাংলাদেশ সময় মঙ্গলবার বেলা ১২ টায় শুরু হবে এই ম্যাচ। এর আগে দুবাইতে সিরিজের প্রথম টেস্টে হারের পথেই ছিল অজিরা।


কিন্তু দারুণ ব্যাটিং করে দলকে ড্র এনে দিয়েছেন অজি অধিনায়ক টিম পেইন এবং ব্যাটসম্যান উসমান খাওয়াজা। তাই আবুধাবিতে যে দল জিতবে, তাঁদের হাতেই উঠছে সিরিজ জয়ের শিরোপা।


এদিকে ম্যাচ শুরুর আগে উইকেট নিয়ে দুশ্চিন্তায় আছেন অজি অধিনায়ক টিম পেইন। গণমাধ্যমের সামনে ম্যাচ শুরুর আগের দিন তিনি জানিয়েছেন,



promotional_ad

'উইকেট কিছুটা আলাদা, আমরা যেমনটা ভেবেছিলাম অমন না। আমি আশা করব, খেলতে নামার আগে সূর্যের কিরণে তা কিছুটা পরিবর্তিত হবে। এমন উইকেট যদি অস্ট্রেলিয়ায় থাকতো তবে আমি তিন পেসার খেলানোর পক্ষে থাকতাম। তবে আমার মনে হচ্ছে ম্যাচের দিন উইকেটের পরিবর্তন হবে।'


এদিকে আবুধাবিতে মাঠে নামার আগে দুশ্চিন্তায় আছেন পাক অধিনায়ক সরফরাজ খান। দলের ওপেনার ইমাম উল হকের ইনজুরিতে দারুণ দুশ্চিন্তায় আছেন তিনি। পাকিস্তানের হয়ে এই ম্যাচে ওপেন করতে পারেন আজহার আলি।


তাঁর সঙ্গী হিসেবে নামতে পারেন অভিষেকের অপেক্ষায় থাকা ফখর জামান। আগের ম্যাচের সেঞ্চুরিয়ান মোহাম্মদ হাফিজ নামতে পারেন তিনে। ওপেন করার জন্য মানসিকভাবে প্রস্তুত আছেন আজহার। ম্যাচের আগের দিন গণমাধ্যমের সামনে জানান,


'পাকিস্তানের হয়ে খেলতে নামলে সবাইকেই যে কোনো অবস্থার জন্য প্রস্তুত থাকতে হবে। দলের ম্যানেজমেন্ট এবং অধিনায়ক যেটা মনে করেন, আমি তা করার জন্য সবসময় প্রস্তুত।'



সম্ভাব্য একাদশঃ-


পাকিস্তানঃ- আজহার আলি, ফখর জামান, মোহাম্মদ হাফিজ, হারিস সোহেল, মোহাম্মদ আব্বাস, আসাদ শফিক, বাবর আজম, সরফরাজ আহমেদ (অধিনায়ক ও উইকেটরক্ষক), বিলাল আসিফ, ওয়াহাব রিয়াজ, ইয়াসির শাহ


অস্ট্রেলিয়াঃ- উসমান খাওয়াজা, অ্যারন ফিঞ্চ, শন মার্শ, মিচেল মার্শ, ট্রাভিস হেড, মার্নাস লাবুসাগনে, টিম পেইন (অধিনায়ক ও উইকেটরক্ষক), মিচেল স্টার্ক, পিটার সিডল, ন্যাথান লিয়ন, জন হল্যান্ড।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball