promotional_ad

তামিমের বদলি নিয়ে ভাবছে না বিসিবি

তামিম ইকবাল
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে ইনজুরিতে পড়ে অন্তত ৬ সপ্তাহের জন্য মাঠের বাইরে চলে গেছেন টাইগার ওপেনার তামিম ইকবাল। প্রাথমিক ভাবে এমটাই ধারণা করা হচ্ছে। তবে এখনই তামিমের বদলির কথা ভাবছে না বিসিবি।


টিম হোটেলে সংবাদ মাধ্যমের সাথে আলাপকালে এমনটাই জানিয়েছেন বাংলাদেশ দলের ম্যানেজার খালেদ মাহমুদ সুজন। তিনি বলেছেন, "কাউকে স্থলাভিষিক্ত করার পরিকল্পনা নেই আমাদের।"


promotional_ad

বাঁ হাতের ইনজুরি নিয়েই এশিয়া কাপ শুরু করেছিলেন তামিম। প্রথম ম্যাচেই লঙ্কান পেসার লাসিথ মালিঙ্গার একটি বল পুরোনো ইনজুরিতে আঘাত হানে। এর ফলে ম্যাচের মাত্র দ্বিতীয় ওভারেই রিটায়ার্ড হার্ট হয়ে মাঠের বাইরে চলে যান তামিম।


দলের বিপর্যয়ে ইনিংসের শেষের দিকে আবারও ব্যাট করতে নেমেছিলেন তিনি। শেষ উইকেটে মুশফিকের সাথে গড়েছেন ৩২ রানের অমূল্য জুটি। এই জুটিতেই লড়াইয়ের পুঁজি পায় বাংলাদেশ দল।


এদিকে, এশিয়া কাপের স্কোয়াডে শেষের দিকে মমিনুল হককে যোগ করা হয়েছিল। বিশেষ করে সাকিব ও তামিমের ইনজুরি বিবেচনাতেই তাকে দলে নেয়া হয়েছে। সুজন জানিয়েছেন এই পরিস্থিতি মোকাবেলার জন্য যথেষ্ট ভালো খেলোয়াড় আছে বাংলাদেশের স্কোয়াডে। তাই বদলি নেয়ার প্রয়োজন নেই।


"আমরা ১৬ জন খেলোয়াড় নিয়েছি এবং মমিনুলকে নিয়েছি ইনজুরি আক্রান্ত সাকিব ও তামিমের কথা মাথায় রেখে। আমাদের বেঞ্চে যথেষ্ট ভালো খেলোয়াড় আছে। আমাদের নাজমুল হোসেন শান্ত ও মমিনুল আছে। তাই এখন তামিমের বদলি নেয়ার কোনো পরিকল্পনা নেই।"

তামিমের ইনজুরির বর্তমান অবস্থা জানিয়ে তিনি বলেছেন, "তার এখনও সামান্য ব্যাথা আছে কিন্তু আমরা জানি সে একজন ভালো যোদ্ধা। সত্যি কথা বলতে ম্যাচের আগের দিন রাতে তাকে নিয়ে আমি চিন্তায় ছিলাম। কিন্তু সে যে প্রতিক্রিয়া দেখিয়েছিল, আমি মনে করেছিলাম সে ঠিক আছে।"



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball