বাড়ন্ত স্ট্রাইক রেটে খেলতে চান মিথুন

ছবি: ছবি - ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
বাংলাদেশ 'এ' দলের হয়ে আয়ারল্যান্ডে সফরের ওয়ানডে সিরিজে মোটামোটি সফল ছিলেন মিথুন আলী। সেখানে ভালো করার পর ডানহাতি এই উইকেট রক্ষক ব্যাটসম্যান সুযোগ পেয়েছেন আসন্ন এশিয়া কাপের স্কোয়াডে।
আয়ারল্যান্ডে মিডেল অর্ডারে খেললেও জাতীয় দলে নিজের পছন্দের কোন পজিশন নেই মিথুনের। দলের স্বার্থে যেকোন পজিশনে খেলতে প্রস্তুত আছেন তিনি। জানিয়েছেন, তার দ্বারা যেন দল উপকৃত হয় সেটাই থাকবে তার প্রধান লক্ষ্য। সাংবাদিকদের সাথে আলাপকালে ডানহাতি এই ব্যাটসম্যান জানান,
'দলের যখন প্রয়োজন হয় তখন আসলে নিজের পছন্দকে ফোকাস করার কিছু নেই। প্রত্যেকটি মানুষেরই জীবনে একটি লক্ষ্য থাকে তবে সবকিছুই যে পূরণ হবে এমন না।

দলের স্বার্থে সব জায়গার জন্যই প্রস্তুত থাকতে হবে। যেখানেই আমি খেলবো সেখানেই আমি চেষ্টা করবো শতভাগ দেয়ার এবং আমার দ্বারা যেন দল উপকৃত হয় সেটি খেয়াল রাখবো।'
এদিকে আয়ারল্যান্ডেে সিরিজের প্রথম এবং তৃতীয় টি-টুয়েন্টিতে ৪ নম্বরে ব্যাট করে ব্যর্থ হয়েছিলেন এই ব্যাটসম্যান। এরপর পজিশন বদলে চতুর্থ ম্যাচে ওপেন করতে নেমে ২০৫ স্ট্রাইকরেটে বিধ্বংসী ৮০ রানের ইনিংস উপহার দেন এই ডানহাতি।
ওয়ানডে সিরিজে আবার মিথুনের গল্পটা ভিন্ন। সেখানে মিডেল অর্ডারেই খেলেছেন ৫টি ম্যাচ যার শেষ তিনটির দুটিতেই হাঁকিয়েছেন ফিফটি। চতুর্থ ম্যাচে ৫১ বলে ৮৭ এবং পঞ্চম ম্যাচে ৭৩ বলে ৭৩।
আর এশিয়া কাপে লোয়ার অর্ডারে ব্যাট করলে ১১০-১২০ স্ট্রাইক রেটে ব্যাট করার লক্ষ্য স্থির করেছেন তিনি। সিঙ্গেল বের করে খেললেও এই স্ট্রাইক রেটে ব্যাট করা সম্ভব বলেও জানান তিনি। বাড়ন্ত স্ট্রাইক রেটে এশিয়া কাপে ব্যাট করার লক্ষ্য স্থির করা মিথুন জানান,
'আমার ক্যারিয়ারের প্রথম থেকে এখন পর্যন্ত আমি যা খেলেছি সবই ইতিবাচক খেলার চেষ্টা করেছি সবসময়। এমনকি আমি আমি উইকেটের নেমে খুব বেশি সময় নেই না সেট হওয়ার জন্য। আমি প্রথম থেকেই চেষ্টা করি রানের ধারাবাহিকতা বজায় রাখার জন্য এবং স্ট্রাইক রোটেট করার জন্য। সুতরাং ছয় কিংবা সাত নম্বরে কিন্তু সেটাই গুরুত্বপূর্ণ যে নেমেই স্ট্রাইক রোটেট করতে হবে।
এটি আমার ন্যাচারেই আছে, তাই খুব বেশি চিন্তা করার কিছু নেই। আর আমি যেহেতু ছোট বেলা থেকে এভাবেই খেলে অভ্যস্ত। হয়তো বা আগে নতুন বলে খেলতাম বা ওপরে অনেক সময় নিয়ে খেলতাম, যদিও এখন হয়তো সময় কম পাব। তবে ছয় কিংবা সাতে খেললে ১১০-১১৫, ১২০, ১৩০ স্ট্রাইক রেটে খেলতে হবে। একেক সময় পরিস্থিতি একেকটি ডিমান্ড করবে। তবে এই ধরণের স্ট্রাইক রেটে খেললে আমার মনে হয় যথেষ্ট ভালো হবে।'