বেয়ারস্টোর সঙ্গে দ্বন্দ্ব নেই আমারঃ বাটলার

ছবি: ছবিঃ বাটলার-বেয়ারস্টো

|| ডেস্ক রিপোর্ট ||
উইকেটের পেছনে জনি বেয়ারস্টো এবং জস বাটলারের দক্ষতা নিয়ে কোন সন্দেহ নেই। আর দুজনই ইংল্যান্ডের টেস্ট এবং ওয়ানডে একাদশের নিয়মিত সদস্য।
কিন্তু ম্যাচে উইকেট রক্ষকের ভুমিকা পালন করার ক্ষেত্রে দায়িত্বটা দেয়া হয় জনি বেয়ারস্টোকে। যা ভারতের বিপক্ষে চলমান টেস্ট সিরিজেও দেখা গিয়েছে।
তবে বেয়ারস্টো উইকেট রক্ষকের ভুমিকা পালন করছেন বলে তার সাথে এই ব্যাপারটি নিয়ে কোন তাদের মধ্যে কোন দ্বন্দ্ব নেই। এমনটাই জানিয়েছেন দলের আরেক উইকেট রক্ষক ব্যাটসম্যান জস বাটলার। তিনি বলেন,

'ম্যাচে উইকেট কিপিং কে করবে সেটা নিয়ে কোন দ্বন্দ্ব নেই আমার মধ্যে। আর বেয়ারস্টোর মধ্যেও এমন কিছু আমি দেখিনি। এটাকে কোন সমস্যা হিসেবে দেখছিনা।'
সিরিজের চতুর্থ টেস্টে ইনজুরির কারণে খেলা অনিশ্চিত ছিল বেয়ারস্টোর। কিন্তু তারপরও পুরো ফিট না হয়ে এই ম্যাচে খেলছেন তিনি। আর ডানহাতি এই উইকেট রক্ষক দলের পক্ষে দায়িত্বটা বেশ ভালো ভাবেই পালন করছেন বলেও জানান বাটলার। তিনি আরও বলেন,
'এটা সত্যি যে, জনি এই ম্যাচে কিপিং করার জন্য পুরোপুরি ফিট নন। এটা তার জন্য হতাশার হলেও সে দলের জন্য বিগত কয়েক বছরে দারুন কাজ করে আসছে। কে কিপিং করছে বা করছেনা এটা আমাদের দুজনের একজনের উপরও প্রভাব ফেলে না।'
সিরিজের চতুর্থ টেস্টের তৃতীয় দিন শেষে ২৩৩ রানে এগিয়ে আছে ইংলিশরা। ২-১ ব্যবধানে সিরিজে লিড নেয়া ইংলিশদের হয়ে দুই ইনিংসেই ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন উইকেট রক্ষক জনি বেয়ারস্টো।
দুই ইনিংস মিলিয়ে তার ব্যাট থেকে যেখানে এসেছে মাত্র ৬ রান সেখানে দ্বিতীয় ইনিংসে ৬৯ রানের দুর্দান্ত একটি ইনিংস উপহার দিয়েছেন বাটলার। আর এই ইনিংসের উপর ভর করেই ম্যাচের নিয়ন্ত্রন নিজেদের দিকে নিতে সক্ষম হয় ইংলিশরা।