এশিয়া কাপে নেই সাব্বির-মোসাদ্দেক?

ছবি:

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
শোনা যাচ্ছে আসন্ন এশিয়া কাপের স্কোয়াডে জায়গা হচ্ছেনা সাব্বির রহমান এবং মোসাদ্দেক হোসেন সৈকতের। বৃহস্পতিবার বিশ্বস্ত এক সূত্র থেকে এমনটাই নিশ্চিত হওয়া গিয়েছে।
বৃহস্পতিবার আসন্ন এশিয়া কাপের জন্য টাইগারদের অনুশীলন ক্যাম্প চলাকালীন সময়ে এশিয়া কাপের স্কোয়াড নিয়ে বৈঠক করেছেন বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন, সাকিব আল হাসান এবং ওয়ানডে দলপতি মাশরাফি বিন মুর্তজা।

এদিকে বৃহস্পতিবার সকালে জানা যায় সাব্বির রহমান এবং মোসাদ্দেক হোসেনকে শনিবার বিসিবি ভবনে ডাকা হয়েছে। মাঠ এবং মাঠের বাইরে শৃঙ্খলা রক্ষা না করার কারণেই মূলত তাদের তলব করা হয়েছে।
সাব্বিরকে যদি এশিয়া কাপের স্কোয়াডে না রাখা হয় তাহলে অনেকটাই নিশ্চিত যে আরিফুল হক এশিয়া কাপের স্কোয়াডে থাকছেন। তবে মোসাদ্দেকের পরিবর্তে কে যাবেন সেটা এখনও নিশ্চিত ভাবে বলা যাচ্ছেনা।
সাব্বির রহমান এবং মোসাদ্দেক হোসেন সৈকত দুজনই আসন্ন এশিয়া কাপের জন্য টাইগারদের প্রাথমিক স্কোয়াডে আছেন। সেই সঙ্গে দলের হয়ে নিয়মিত অনুশীলন করে যাচ্ছেন তারা।
এদিকে বিগত ২ বছরে বেশ কয়েকটি বিতর্কের জন্ম দিয়েছেন সাব্বির রহমান। নারী ঘটিত ব্যাপারের পাশাপাশি ক্রিকেট মাঠে হাতাহাতির সঙ্গেও জড়িত ছিলেন তিনি।
এসবের পাশাপাশি ব্যাট হাতে নিজেকে প্রমাণ করতে বার বার ব্যর্থ হয়েছেন এই হার্ড হিটার। আর সম্প্রতি মোসাদ্দেক হোসেনের বিরুদ্ধে পারিবারিক কারণে অভিযোগ করেছেন তার স্ত্রী।