'পাশ মার্ক' পেলেন উইন্ডিজ পেসার

ছবি:

|| ডেস্ক রিপোর্ট ||
অ্যাকশন শুধরে ক্রিকেটে ফিরছেন উইন্ডিজ পেসার রসফোর্ড বিটন। মঙ্গলবার তার নতুন অ্যাকশন পরীক্ষায় পাশ করার বিষয়টি নিশ্চিত করে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা (আইসিসি)।
গত ডিসেম্বরে ক্যারিয়ারের দ্বিতীয় ওয়ানডে খেলতে নেমেই ত্রুটিপূর্ণ বোলিং অ্যাকশনের অভিযোগ উঠে তার উপর।

এরপরই তাকে বোলিং করা থেকে নিষিদ্ধ করা হয়। আট মাস চেষ্টার পর চলতি মাসের ১৩ তারিখ বোলিং অ্যাকশন বদলে নতুন করে পরীক্ষা দেন তিনি।
অ্যাকশন পরীক্ষাটি নেয়া হয় ইংল্যান্ডের লাফব্রো বিশ্ববিদ্যালয়ের ল্যাবে। পরীক্ষায় দেখা যায় পরিবর্তিত বোলিং অ্যাকশনে সব ডেলিভারিতে ১৫ ডিগ্রির কম কনুই বাঁকিয়ে করতে পারছেন বিটন।
ফলে তাকে পুনরায় বোলিং করার ছাড়পত্র দিয়ে দেয়া হয়। কিন্তু বোলিং করার ছাড়পত্র পেলেও এখনো ম্যাচ অফিশিয়ালদের নজরেই থাকবেন এই পেসার।
গেল বছর নিউজিল্যান্ডের বিপক্ষে নিজের শেষ ম্যাচে ৮ ওভারের স্পেলে ৬০ রান খরচায় এক উইকেট নিয়েছিলেন তিনি। সেই ম্যাচের পর দীর্ঘ বিরতি দিয়ে নতুন রুপে আবারো ক্রিকেটে ফিরতে যাচ্ছেন এই পেসার।