ফিটনেস ক্যাম্পের দল ঘোষণা করল পাকিস্তান

ছবি:

|| ডেস্ক রিপোর্ট ||
এশিয়া কাপে নিজেদের তৃতীয় শিরোপা ঘরে তুলতে মরিয়া হয়ে আছে পাকিস্তান। সেই লক্ষ্যে আগে থেকেই প্রস্তুতি শুরু করেছে দলটি।
আগামী মাসের প্রথম সপ্তাহ থেকে প্রস্তুতি ক্যাম্প শুরু করবে তারা। তবে প্রস্তুতি ক্যাম্পে মাঠে নামার আগে সোমবার থেকে ফিটনেস ট্রেনিস ক্যাম্প শুরু করেছে সরফরাজ আহমেদের দল।

চলতি মাসের ২৭ তারিখ থেকে ৩১ তারিখ পর্যন্ত চলবে এই ক্যাম্প। ক্যাম্প শেষে দুই একদিন বিশ্রাম নিয়ে প্রাথমিক স্কোয়াড ঘোষণার পর প্র্যাক্টিস ক্যাম্প শুরু করবে দলটি।
আবত্তাবাদের আর্মি স্কুলে নিজেদের ঝালাই করে নিচ্ছে সরফরাজ বাহিনী। আর সোমবার এই ক্যাম্পের জন্য ২৬ সদস্যের দল ঘোষণা করে পাকিস্তান ক্রিকেট বোর্ড।
আর এই ক্যাম্পে যোগ দিতেই চলমান ক্যারিবিয়ান প্রিমিয়ার লীগ ছেড়ে দেশে ফিরে যাচ্ছেন শোয়েব মালিক এবং ইমাদ ওয়াসিম। দ্রুতই ক্যাম্পে দলের সঙ্গে যোগ দেয়ার কথা রয়েছে তাদের।
পাকিস্তানের ফিটনেস ট্রেনিং ক্যাম্পর স্কোয়াডঃ
ফখর জামান, ইমাম উল হক, বাবর আজম, শোয়েব মালিক, সরফরাজ আহমেদ (অধিনায়ক), আসিফ আলী, শাদাব খান, ফাহিম আশরাফ, মোহাম্মদ আমির, হাসান আলী, উসমান খানর শিনওয়ারী, মোহাম্মদ নওয়াজ, ইমাদ ওয়াসিম, হারিস সোহেল, মোহাম্মদ হাফিজ, ইয়াসির শাহ, শাহীন শাহ আফ্রিদি, জুনায়েদ খান, সাহেবজাদা ফারহান, শান মাসুদ, উসমান সালাহউদ্দিন, আসাদ শফিক, বিলাল আসিফ, মোহাম্মদ আসগর, রাহাত আলী ও মীর হামজা