গিলক্রিস্ট-সাঙ্গাকারাদের সঙ্গী মুশ???িক

ছবি: ছবি - সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
উইকেট রক্ষক ব্যাটসম্যানদের মধ্যে সবচেয়ে রান করার দিক দিয়ে পাঁচ নম্বরে রয়েছেন টাইগার ব্যাটসম্যান মুশফিকুর রহিম। আর পাঁচ নম্বরে উঠে আসতে তিনি পেছনে ফেলেছেন দক্ষিণ আফ্রিকার সাবেক উইকেট রক্ষক মার্ক বাউচারকে।
দেশের হয়ে ১৮৭টি ওয়ানডে খেলা মুশফিক ৩৩.০৬ গড়ে ৪৮২৮ রান করেছেন এখন পর্যন্ত। যেখানে ৫টি শতক এবং ২৯টি অর্ধশতক হাঁকিয়েছেন এই ব্যাটসম্যান।

এদিকে উইকেট রক্ষক ব্যাটসম্যানদের এই তালিকায় সবার উপরে আছেন শ্রীলংকার সাবেক অধিনায়ক এবং কিংবদন্তী উইকেট রক্ষক ব্যাটসম্যান কুমার সাঙ্গাকারা।
৯০টি অর্ধশতক এবং ২৩টি শতকের মালিক এই ব্যাটসম্যান ওয়ানডেতে রান করেছেন ১৩২৬২। তার পরে অবস্থান করছেন ভারতের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।
যিনি ৩২১ ম্যাচ খেলে ১০০৪৬ রান করেছেন ওয়ানডে ফরম্যাটে। তৃতীয় স্থানে থাকা অ্যাডাম গিলক্রিস্টের রান ৯৪১০।
আর চার নম্বরে আছেন জিম্বাবুয়ের সাবেক উইকেট রক্ষক অ্যান্ডি ফ্লাওয়ার। যিনি ৫৮৪৫ রানের মালিক ওয়ানডেতে। আর এই চার জনের পরই অবস্থান করছেন মুশফিকুর রহিম।