promotional_ad

গতির বিকল্প জানা আছে রাহির

আবু জায়েদ রাহি, ছবিঃ- ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


জাতীয় দলের পেসারদের বলের গতি নিয়ে বরাবরই উঠছে প্রশ্ন। কিছুদিন আগেই হেড কোচ স্টিভ রোডসের সঙ্গে বসেছিলেন বোর্ড কর্তারা। সেখানেও প্রশ্ন উঠেছে পেসারদের বলের গতি নিয়ে।


বোর্ড কর্তাদের কাছে রোডস কয়েকজন লম্বা এবং অনেক বেশি গতিশীল বোলারও চেয়েছিলেন। কিন্তু এই মুহূর্তে জাতীয় দল এবং পাইপলাইনে অমন কোনো বোলার নেই।


তবে এসব নিয়ে বিচলিত নন টাইগার পেসার আবু জায়েদ রাহি। গতির বিকল্প খুঁজে পেয়েছেন তিনি। আর সেই বিকল্পের সদ্ব্যবহারেই ভাল ফলাফলের আশা করছেন তিনি।   


promotional_ad

'আমাদের কারো বলেই তেমন একটা পেস নেই। তবে মাথা খাটায় বোলিং করার সামর্থ্য আমাদের আছে। মাশরাফি ভাই আমাদের এই আত্মবিশ্বাস টাই দেন, যেন আমরা মাথা খাটায় বোলিং করতে পারি। এই আত্মবিশ্বাস আমাদের আছে, আর এটা নিয়েই আমরা এশিয়া কাপে যাচ্ছি।'


ইদের পরে অনুষ্ঠিত হওয়া ক্যাম্পের প্রথম দিন শেষে রাহি জানিয়েছেন এমনটাই। মাথা খাটিয়ে বল করা বলতে নিজের সুইংয়ের সামর্থ্যকে বোঝাচ্ছেন তিনি।


শেষবারের ওয়েস্ট ইন্ডিজ সফরে গিয়ে আরও অভিজ্ঞতা অর্জন করেছেন এই পেসার। ওয়েস্ট ইন্ডিজ সফরে হয়ত ওয়ানডে অভিষেক হয়নি, তবে তরুণ এই পেসারের প্রত্যাশা খুব দ্রুতই ওয়ানডে অভিষেক ঘটবে তার।


'পুরো সিরিজ থেকে আমি অভিজ্ঞতা অর্জন করেছি। টি-টুয়েন্টিতে আমি খেলেছি, টেস্টেও খেলা হয়েছে; তো এখান থেকে অভিজ্ঞতা অর্জন করেছি অনেক। আন্তর্জাতিক ক্রিকেটে কিভাবে খেলতে হয় সেই অভিজ্ঞতা। 


'আমি ওয়ানডের জন্য চেষ্টা করছি, যেহেতু আমি তিনটা ওয়ানডেই এবার দেখেছি। আশা করি আমি পারব। আমি খুশি কারণ আমি দুই দিকেই বল সুইং করাতে পারি। আমার বিশ্বাস আমি আরও অনেকদূর যাব।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball