টেস্ট স্পেশালিস্ট ব্যাটিং কোচের খোঁজে বিসিবি

ছবি: ছবিঃ- এএফপি

|| ডেস্ক রিপোর্ট ||
জাতীয় দলের ব্যাটিং কোচ হিসেবে আছেন সাবেক প্রোটিয়া ওপেনার নেইল ম্যাকেঞ্জি। ২০১৯ সালের বিশ্বকাপ পর্যন্ত তার সঙ্গে চুক্তি করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
তবে ম্যাকেঞ্জিকে দিয়ে ওয়ানডে বা টি-টুয়েন্টি ফরম্যাটে ব্যাটিং নিয়ে কাজ চললেও টেস্ট ব্যাটিংয়ে তেমন অগ্রসর হচ্ছে না। আর একারণেই টেস্টের জন্য নতুন ব্যাটিং কোচ খুঁজছে বিসিবি। বিসিবির প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী সুজন ক্রিকইনফোকে জানায়,

'সাদা বলের ক্রিকেটে ২০১৯ সালের বিশ্বকাপ পর্যন্ত নেইল আমাদের সঙ্গে থাকছে। তবে লাল বলের ক্রিকেটেও আমাদের একজন দরকার (ব্যাটিং কোচ)। আমরা অবশ্য নেইলকেই চেয়েছিলাম।
'কিন্তু সে তা পারবে না। আসলে কোচিং স্টাফে যারাই আছে এরা সবাই উনিশ বিশ্বকাপের জন্যই। আমাদের লক্ষ্য বিশ্বকাপে ভালো করা। আমরা এমন একজন খুঁজছি যে লাল বলের ক্রিকেটে সাহায্য করার পাশাপাশি অন্য কাজও করবে।'
মূলত টেস্টে ম্যাকেঞ্জিকে কোচ হিসেবে না পাওয়ার জন্যই নতুন কোচের সন্ধানে বিসিবি। আর এবারো বিসিবিকে কোচ খুঁজে দেওয়ার কাজটি করবেন ভারতের বিশ্বকাপজয়ী কোচ গ্যারি কার্স্টেন।
ইতিমধ্যেই কাজ শুরু করে দিয়েছেন এই প্রোটিয়া; 'আমরা এরই মধ্যে অন্য কোচের সঙ্গে কথা বলার চেষ্টা করছি। গ্যারি কার্স্টেন এই ব্যাপারে আমাদের সাহায্য করছে।'; প্রধান নির্বাহী শেষে জানান।