আমরা ইংল্যান্ডে যাবো বিশ্বকাপ জিততেঃ ফখর জামান

ছবি:

|| ডেস্ক রিপোর্ট ||
ফেভারিটের তকমা গায়ে নিয়েই আগামী বছর ইংল্যান্ড বিশ্বকাপে খেলতে যাবে পাকিস্তান। এমনটাই মনে করছেন পাকিস্তানের বিধ্বংসী ওপেনার ফখর জামান।
গেল বিশ্বকাপে মিসবাহ,আফ্রিদি, ইউনিস খানরা থাকলেও ভালো করতে পারেনি ৯২ সালের চ্যাম্পিয়নরা। তবে এবারের বিশ্বকাপের আগে নিজেদেরকে পুরোদমে প্রস্তুত করে নিচ্ছে পাকিস্তান বলে জানিয়েছেন তিনি।

এছাড়াও ইংল্যান্ডের মাটিতে গেল ৩ বছরে পাকিস্তানের সাফল্য বাড়তি আত্মবিশ্বাস যোগাচ্ছে দলটিকে। আর ইংল্যান্ডের মাটিতে বিশ্বকাপ হওয়ায় এটাকে বড় সুযোগ হিসেবে দেখছেন সম্প্রতি ওয়ানডেতে ২০০ হাঁকানো এই ব্যাটসম্যান।
সম্প্রতি জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডেতে দ্রুততম একহাজার রানের ক্লাবে প্রবেশ করেছেন ফখর। নিজের ফর্ম এবং দলের বর্তমানে ফর্ম বিবেচনা করেই বিশ্বকাপে পাকিস্তানকে ফেভারিট মানছেন তিনি।আইসিসি ডট কমে দেয়া এক সাক্ষাৎকারে ফখর বলেন,
‘আমরা ইংল্যান্ডে যাবো বিশ্বকাপ জিততে , দলের সংখ্যা পূরণ করতে নয়। আমি বিশ্বাস করি ২০১৯ সালের বিশ্বকাপে আমাদের ফেবারিট ধরা হলে তা মোটেও ভুল হবে না। আমরা সেরকম প্রস্তুতি নিয়েই বিশ্বকাপে যাবো।’
তবে বিশ্বকাপ নিয়ে ভাবার আ গে আসন্ন এশিয়া কাপে কিভাবে ভালো করা যায় সেটা নিয়ে ছক কষছেন তারা। আগামী মাসে শুরু হতে যাওয়া এশিয়া কাপেই পূর্ণ মনোযোগ দিতে চান তিনি। তিনি আরও বলেন,
‘তবে এই মুহূর্তে আমার পূর্ণ মনোযোগ আসন্ন এশিয়া কাপের দিকে। বিশ্বকাপ অবশ্যই গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট। তবে সেটার প্রস্তুতি নেয়ার সময় এখনো আসেনি। যথাযথ পরিকল্পনা নিয়েই প্রস্তুতি শুরু করব।’