promotional_ad

হ্যাডলি-কপিলদের ক্লাবে স্টুয়ার্ট ব্রড

স্টুয়ার্ট ব্রড
promotional_ad

ll ক্রিকফ্রেঞ্জি ডেস্ক ll


নটিংহ্যাম টেস্টে খেলতে নেমে ক্যারিয়ারের আরও একটি মাইলফলক স্পর্শ করেছেন ইংলিশ পেসার স্টুয়ার্ট ব্রোড। তবে বোলার ব্রড মাইলফলকটি স্পর্শ করেছেন ব্যাট হাতে।


টেস্ট ক্যারিয়ারে ৩০০০ হাজার রান পূরণ করেছেন এই বাঁহাতি ব্যাটসম্যান। আর তিন হাজার রান স্পর্শ করার দিনে ব্রড নাম লিখিয়েছেন শেন ওয়ার্ন-কপিল দেবদের ক্লাবে।


promotional_ad

টেস্ট ইতিহাসের পঞ্চম বোলার হিসেবে তিন হাজার রান এবং ৪০০ উইকেট নেয়ার গৌরব অর্জন করেছেন তিনি। প্রতিবেদনটি লেখার আগ পর্যন্ত ব্রডের মোট রান ৩০০১ এবং ৪২৭টি উইকেটের মালিক ব্রড।


নিউজিল্যান্ডের কিংবন্দন্তি অলরাউন্ডার রিচার্ড হ্যাডলি সবার আগে এই রেকর্ডে নিজের নাম লেখান। মোট ৩১২৪ রান করার পাশাপাশি ৪৩১ উইকেটের মালিক তিনি।


এরপরে এই ক্লাবে প্রবেশ করেন ভারতের বিশ্বকাপ জয়ী অধিনায়ক কপিল দেব। মোট ৫২৪৮ রান করার পাশাপাশি ৪৩৪ উইকেটের মালিক তিনি।


এরপরে আছেন অজি কিংবদন্তি স্পিনার শেন ওয়ার্ন যিনি ৭০৮ উইকেট শিকারের পাশাপাশি ৩১৫৪ রান করেছেন।


দক্ষিন আফ্রিকার সাবেক অধিনায়ক শন পলক চতুর্থ ক্রিকেটার হিসেবে এই ক্লাবে প্রবেশ করেছিলেন। ৪২১টি উইকেট নেয়ার পাশাপাশি ব্যাট হাতে ৩৭৮১ রান করেছিলেন তিনি।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball