সাকিব-মাশরাফির সামনে শচীনকে পেছনে ফেলার সুযোগ

ছবি:

||ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট||
আসন্ন এশিয়া কাপে ভারতের লিজেন্ড শচীন টেন্ডুলকারকে ছাড়িয়ে যাওয়ার সুযোগ রয়েছে বাংলাদেশের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা এবং বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের সামনে।
শুধু শচীন নয়, পাকিস্তানের লিজেন্ডারি বোলার আব্দুল কাদিরকেও পেছনে ফেলবেন তারা। আর এই দুই লিজেন্ডকে ছাড়াতে সাকিব এবং মাশরাফির প্রয়োজন মাত্র দুটি উইকেট।

এশিয়া কাপে এখন পর্যন্ত ১৭টি করে উইকেট নিয়েছেন সাকিব এবং মাশরাফি। এই দুজনের সমান ১৭টি করে উইকেট নিয়েছেন শচিন এবং কাদির। এক উইকেট পেলে এই দুজনকে স্পর্শ করবেন সাকিব এবং মাশরাফি।
২০০৮ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত মোট ৫টি এশিয়া কাপ খেলেছেন মাশরাফি। যেখানে ১৮ ম্যাচ খেলে টাইগার কাপ্তানের শিকার ১৭ উইকেট। সর্বোচ্চ বোলিং ফিগার ১২ রান দিয়ে ২ উইকেট।
অন্যদিকে ২০১০ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত মোট ৪টি এশিয়া কাপে অংশ নিয়ে ১৭ উইকেট নিয়েছেন তিনিও। তবে মাশরাফির চেয়ে ৪ ম্যাচ কম খেলেছেন তিনি।
আর শচীন টেনডুলকার ২৩ ম্যাচ খেলে মোট ১৭ উইকেট শিকার করেছিলেন। তবে এদিক দিয়ে বাকি তিনজনকে পেছনে ফেলেছেন আব্দুল কাদির। তার লেগেছে মাত্র ৮ ম্যাচ।
এখন পর্যন্ত বোলারদের মধ্যে এশিয়া কাপে সর্বোচ্চ উইকেট শিকারি বোলার শ্রীলংকার লিজেন্ড মুত্তিয়া মুরালিধরন। ২৪ ম্যাচে ৩০টি উইকেট নিয়েছেন এই স্পিনার।