নতুন মৌসুম শুরু হবে এনসিএল দিয়ে

ছবি:

ঘরোয়া ক্রিকেটের নতুন মৌসুম শুরু হবে জাতীয় লিগ দিয়ে। শনিবার বাংলাদেশ দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু এমনটাই জানিয়েছেন।
তবে এনসিএল শুরুর দিনক্ষণ এখনও চূড়ান্ত হয়নি। যতদূর জানা গিয়েছে সব কিছু ঠিক থাকলে চলতি বছর অক্টোবরের প্রথম সপ্তাহ থেকে মাঠে গড়াবে এই লীগ।
শনিবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে সংবাদ মাধ্যমকে তিনি বলেছেন, ‘অক্টোবরের প্রথম সপ্তাহে এনসিএল শুরু হবে। এর আগে ক্রিকেটাররা তাদের ফিটনেসের ঘাটতি দূর করতে পারবে।
এদিকে গত কয়েক আসর ধরে দুই স্তরে ভাগ হয়ে অনুষ্ঠিত হয়ে আসছিল এনসিএল। আর এবারও একই চিত্র দেখা যাবে। যেখানে চারটি করে মোট আটটি দল অংশ নেবে।

আন্তর্জাতিক সূচিত ব্যস্ত থাকার কারণে শুরুতে জাতীয় দলের ক্রিকেটাররা এসসিএলে অংশ নিতে পারবেন না। কারণ সেই সময় জিম্বাবুয়ে দলের বাংলাদেশ সফরে আসার কথা রয়েছে। নান্নু আরও জানান,
‘প্ল্যাটফর্ম শক্তিশালী হলে যে কোনও লেভেলেই ভালো ক্রিকেট খেলা যায়। সেটি মাথায় রেখে আমরা এনসিএল শুরু করতে চাই। যদিও শুরুর দিকে জাতীয় দলের ক্রিকেটাররা হয়তো দুই- একটা রাউন্ডে খেলার সুযোগ পাবে।
টেস্ট ক্রিকেটে ভালো ফল করতে চাইলে প্রথম শ্রেণির ক্রিকেটকে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করে তুলতে হবে। আশা করি, এ বছর আমরা এনসিএলকে আকর্ষণীয় করে তুলতে পারবো।'
এদিকে এনসিএলকে সামনে রেখে এক মাস আগে থেকেই দলের সঙ্গে ক্যাম্প শুরু করবে ক্রিকেটাররা। প্রথম শ্রেণির ক্রিকেটারদের ফিটনেস প্রসঙ্গে নান্নু তিনি বলেছেন,
‘আমাদের প্রথম শ্রেণির ক্রিকেটে অনেক চুক্তিভিত্তিক ক্রিকেটার রয়েছে। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ থেকে আমরা ক্যাম্প শুরু করবো। জাতীয় দলের ক্রিকেটারদের মতো অন্য ক্রিকেটারদের ফিটনেস লেভেলও একই রকম রাখতে ফিটনেস ট্রেনার কাজ করবেন।’