সাকিবের অপেক্ষায় বিসিবি

ছবি:

প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু টেস্ট ও টি-টুয়েন্টির অধিনায়ক সাকিব আল হাসানকে এশিয়া কাপের দলে পাওয়ার ব্যাপারে আশাবাদী। হাতের ইনজুরির কারনে সাকিব আল হাসানের অপারেশন করতেই হতো।
সাকিব বর্তমানে পবিত্র হজ্জ পালনে সৌদি আরবে অবস্থান করছেন। দেশে ফিরেই অপারেশনের ব্যাপারে সিদ্ধান্ত নেয়ার কথা ছিল তার। বিসিবি এই বিষয়টি সম্পূর্ণ সাকিবের উপর ছেড়ে দিয়েছেন।

তবে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন আগামী ২৭ তারিখ থেকে শুরু হতে যাওয়া এশিয়া কাপের ক্যাম্পে সাকিবকে পাওয়ার ব্যাপারে আশাবাদী। 'এই মুহূর্তে তাঁর সার্জারির ব্যাপারে কোন আপডেট নেই।
'সুতরাং এই বিষয়ে এখনই ভাবছি না আমরা। কারণ আমরা যখনই জানতে পারবো যে সার্জারিটি কখন হবে তখনই চিন্তা করবো। আমাদের ২৭ তারিখ থেকে প্রোগ্রাম শুরু হবে। আশা করছি সে আমাদের সাথে যুক্ত হবে।'
বিশ্বের অন্যতম ব্যস্ত ক্রিকেটার সাকিব আল হাসান জানুয়ারি মাসে ঘরের মাঠে ত্রিদেশীয় সিরিজের ফাইনাল ম্যাচে ডাইভ দিতে গিয়ে আঙ্গুলের ইনজুরিতে পড়েন। ইনজুরির কারনে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ ও নিদাহাস ট্রফির প্রথম দুই ম্যাচ খেলতে পারেননি তিনি।