promotional_ad

তৃপ্তির ঢেকুর তুললেন নান্নু

নান্নু, সুজন এবং বাশার
promotional_ad

||ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট||


টি-টুয়েন্টি সিরিজ জিতে আয়ারল্যান্ড সফর শেষ করেছে বাংলাদেশ 'এ' দল। দলীয় পারফর্মেন্সের সুবাদেই আইরিশদের বিপক্ষে এই জয় পেয়েছে তারা।


ওয়ানডে এবং টি-টুয়েন্টি সিরিজে দলে থাকা সব ক্রিকেটারই তাদের সর্বাত্মকটা দিয়ে খেলেছেন। বিশেষ করে মমিনুল হক, জাকির হাসান, মিথুনরা ব্যাট হাতে ছিলেন অসাধারণ।


এছাড়াও টি-টুয়েন্টি সিরিজে ব্যাটে রান পেয়েছেন সৌম্য সরকার। সঙ্গে আফিফ-আল আমিনরাও পারফর্ম করেছেন। ক্রিকেটারদের পারফর্মেন্সে সন্তুষ্ট করেছে বিসিবির প্রধান নির্বাচক মিনজাহুল আবেদিন নান্নুকে।   


promotional_ad

আর আয়ারল্যান্ডে সিরিজে জয়ের পরের দিন টাইগার টিম এবং দলের খেলোয়াড়দের সাফল্য নিয়ে কথা বলেছেন তিনি। সেখানে জানিয়েছেন দল থেকে তারা যেমন পারফর্মেন্স চেয়েছিলেন তারা সেটা করে দেখিয়েছে। নান্নু বলেন, 


'সর্বোপরি ওখানে সবার পারফর্মেন্সই দেখা হয়েছে। সৌম্য সরকার সেখানে টি টুয়েন্টি ভালো খেলেছে। আফিফ ভালো খেলেছে। বিশেষ করে আল-আমিনের পারফর্মেন্স নজরে এসেছে বেশি।


পেস বোলারদের মধ্যে খালেদ, শরিফুল, সাইফুদ্দিন ভালো বোলিং করেছে। সবমিলিয়ে আমাদের টোটাল পারফর্মেন্সের যে ফিডব্যাকটি আমরা চেয়েছিলাম সেটি আমরা পেয়েছি।' 


এদিকে নান্নু আশাবাদী 'এ' দলের ক্রিকেটাররা যদি এভাবে পারফর্ম করতে থাকেন তাহলে ভবিষ্যতে বাংলাদেশ দলে ক্রিকেটারের ঘাটতি হবেনা। যেকোন সময় ব্যাক-আপ ক্রিকেটার তারা পেয়ে যাবেন 'এ' দলের পাইপ লাইন থেকে। নান্নু আরও বলেন,


'আশা করি সামনে জাতীয় দলে যে ঘাটতি থাকবে এখান থেকে আমরা তা পূরণ করতে পারবো। 'এ' দলে যারা গিয়েছে তাদের সবারই সুযোগ থাকবে। যেকোনো প্লেসে যাকে যখন দরকার হবে তখন তাঁকে সেই জায়গায় খেলানো হবে। 


'এ' দলের যদি ধারাবাহিকভাবে আরও কয়েকটি প্রোগ্রাম থাকে তাহলে দেখবেন যে আমাদের যে ব্যাকআপ ক্রিকেটারের ঘাটতি রয়েছে সেটি তাড়াতাড়িই পূরণ হয়ে যাবে।'  



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball