'দশ বছর সার্ভিস দেয়ার যোগ্য সৌম্য-লিটনরা'

ছবি: ছবিতে দুই টাইগার ওপেনার

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
ইংল্যান্ড বিশ্বকাপের জন্য সময় হাতে রয়েছে আর মাত্র নয় মাস। কিন্তু এখনও তামিম ইকবাল তার ওপেনিং সঙ্গী খুঁজে পাননি। ২০১৫ সালের বিশ্বকাপের পর থেকে কোন নির্দিষ্ট ওপেনিং জুটির উপর আস্থা রাখতে পারছেনা টাইগার টিম ম্যানেজমেন্ট।
তামিম ইকবাল দলের নিয়মিত ওপেনার। তার যোগ্যতা নিয়ে প্রশ্ন নেই কারো। কিন্তু যোগ্য সঙ্গী এখনও খুঁজে পাননি তিনি। যেকারণে নির্ভার হয়ে খেলাটা কঠিন হয়ে দাঁড়িয়েছে তার জন্য।
ইমরুল কায়েস, সৌম্য সরকার, আনামুল হক বিজয় এবং লিটন দাস। তিন বছরে চারটি নতুন জুটির সঙ্গে খেলতে হয়েছে তামিমকে। কিন্তু তামিম তারপরও আশাবাদী যে দ্রুতই ওপেনিং জুটির সমস্যার সমাধান হবে।

সেই সঙ্গে তামিম ব্যাপারটিতে হতাশ হওয়ার কিছু দেখছেন না। তিনি মনে করেন, যারা সুযোগ পাচ্ছেন তারা চেষ্টা করছেন কিন্তু পারফর্ম করতে পারছেন না ঠিক ভাবে।
প্রত্যাশামত ফলাফল পাওয়া যাচ্ছেনা বিঁধায় এসব প্রশ্ন উঠে আসছে। কিন্তু যারা দলে আছেন তাদের সামর্থ্যের উপর কোন সন্দেহ নেই। সৌম্য-লিটনরা দশ বছর বাংলাদেশকে সার্ভিস দেয়ার সামর্থ্য রাখে বলেও মনে করেন তিনি। তার ভাষায়,
'হতাশার না। হয়তো তাদের সেইরকম পারফর্মেন্স হচ্ছে না। কিন্তু আমি দলে সাথে থেকে যা জানি, যারাই দলে এই দায়িত্বপালন করছেন তারা সবাই প্রচণ্ড পরিমান চেষ্টা করেন। যতটুক নিজেদের উন্নতি করা দরকার সেটা তারা করছে।
হয়তো প্রত্যাশামত ফলাফল পাচ্ছি না। কিন্তু আমার কারো সামর্থ্যের উপর কোন সন্দেহ নেই। আমার সাথে যেই ব্যাট করেছে তারা সবাই যোগ্য, বাংলাদেশে অন্তত দশ বছর সার্ভিস দেয়ার জন্য। আমার কাছে মনে হয় দুই-একটা ম্যাচ দরকার তাদের, ভালো একটি ইনিংস হলেই ওরা স্থায়ী হয়ে যাবে।'
বিশ্বকাপের আগে এখনও অনেক ম্যাচ রয়েছে বাংলাদেশ দলের। বাকিদের হাতে এখনও সময় আছে নিজেকে প্রমাণ করার। আর তামিম আশাবাদী টিম ম্যানেজমেন্ট যাদের নিয়ে ভাবছে তাদের যথেষ্ট সময় দিবে নিজেকে প্রমাণ করার জন্য। তামিম আরও বলেন,
'বিশ্বকাপের বেশিদিন নেই কিন্তু আমাদের প্রচুর খেলা আছে। আশা করব টিম ম্যানেজমেন্ট যাদের নিয়ে ভাবছেন তাদের যথেষ্ট সময় দেয়া হোক। আশা করি যথেষ্ট সুযোগ পেলে ভালো করবে। তারা সবাই খুবই প্রতিভাবান। আশা রাখি সুযোগ পেলে তারা জায়গা পাকা করতে পারবে।'