এশিয়া কাপে বাংলা ধারাভাষ্য?

ছবি:

|| ডেস্ক রিপোর্ট ||
৬ দলের অংশগ্রহণে ১৫ সেপ্টেম্বর থেকে শুরু হবে এশিয়া কাপের ১৪তম আসর। আর এবারের আসরের সম্প্রচার স্বত্ব পেয়েছে স্টার স্পোর্টস।
আরব আমিরাতে অনুষ্ঠিত এই টুর্নামেন্ট চলবে ১৫ সেপ্টেম্বর থেকে শুরু করে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত। এশিয়া কাপের ১৪তম আসরের ম্যাচগুলো সম্প্রচার করবে, স্টার স্পোর্টস ১, স্টার স্পোর্টস ১ এইচডি,।
এছাড়া স্টার স্পোর্টস ১ হিন্দি, স্টার স্পোর্টস ১ হিন্দি এইচডি, স্টার স্পোর্টস সিলেক্ট, স্টার স্পোর্টস এইচডি, স্টার স্পোর্টস ২, স্টার স্পোর্টস ২ এইচডি এবং স্টার স্পোর্টস তামিল। এছাড়াও অনলাইন হটস্টার এপস ও হটস্টারের ওয়েবসাইটে গিয়ে সরাসরি খেলা দেখা যাবে।

আর দর্শকদের সুবিধার জন্য এবারের এশিয়া কাপ ইংলিশের পাশাপাশি হিন্দি এবং তামিল ভাষায় ধারাভাষ্য দিবে স্টার স্পোর্টস। সেই সঙ্গে আরও কয়েকটি ভাষা যুক্ত করার চিন্তা ভাবনা করছে তারা।
যেখানে রয়েছে বাংলা এবং কানাড্ডা ভাষাও। যদিও এখনও এই দুই ভাষায় ধারাভাষ্য করার জন্য অনুমতি পায়নি চ্যানেলটি। তবে ইতিমধ্যে ভারতের মিডিয়া অফ মিনিস্ট্রির কাছে ইতিমধ্যে আবেদন করেছেন তারা।
আসন্ন এশিয়া কাপে অংশ নিবে মোট ৬টি দল। যেখানে ১৩ দিন ব্যাপী এই টুর্নামেন্টের বি গ্রুপে পড়েছে বাংলাদেশ। আর তাদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে আফগানিস্তান এবং শ্রীলঙ্কা।
অপরদিকে গ্রুপ এ তে রয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান এবং ভারত। আর তৃতীয় দল হিসেবে থাকবে গ্রুপ পর্ব পেরিয়ে আসা দল। এশিয়া কাপের ১৩টি ম্যাচের মধ্যে সবগুলো অনুষ্ঠিত হবে দুবাই এবং আবুধাবিতে।