বিপিএলে বসছে না তারার মেলা?

ছবি: ছবিঃ- গেটি ইমেজ

পূর্বঘোষণা অনুযায়ী ৫ই জানুয়ারিতে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ষষ্ঠ আসর। এই তারিখ পরিবর্তন হচ্ছে না বলে মিডিয়াকে নিশ্চিত করেছেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।
'যেটি আমরা ইতিমধ্যে ঘোষণা দিয়েছি যে বিপিএল ৫ই জানুয়ারিতে অনুষ্ঠিত হবে। সেই তারিখটিই থাকছে। এখন আমাদের আর কিছু করার নেই। আপনারা জানেন যে নিউজিল্যান্ডে যাবে দল। এর আগে কোন স্লট নেই।
'এর মধ্যে হয়তো আপনারা জানেন যে নভেম্বর থেকেই নির্বাচনী প্রচারণা শুরু হবে। ঠিক কবে নির্বাচন হবে তার সঠিক তারিখও আমরা জানি না। এই কারণে একটি সেফ সাইড চিন্তা করে আমরা ৫ই জানুয়ারি ঠিক করেছি।'

তবে জানুয়ারিতে বিপিএল হলে সমস্যায় পড়তে পারে ফ্রেঞ্চাইজিগুলো। কেননা ব্যস্ত সূচির কারণে আন্তর্জাতিক ক্রিকেটার নাও পাওয়া যেতে পারে। সোমবারের সাক্ষাৎকারে ইউনুস আরও জানান,
'একটা অসুবিধা হতে পারে যে আমরা অনেক আন্তর্জাতিক ক্রিকেটারকে পাচ্ছি না। তাদের অনেকের ব্যস্ত সূচি থাকতে পারে। তবে এর মধ্যেই আমাদের মানিয়ে নিতে হবে।'
এদিকে ষষ্ঠ আসর শুরু হওয়ার আগে সপ্তম আসর নিয়েও ভাবছে বিসিবি। এক্ষেত্রে একই বছরে দুটি বিপিএলের পক্ষে নন জালাল ইউনুস। মিডিয়ার সামনে তার বক্তব্য,
'মার্চে বিপিএল অনুষ্ঠিত হবে ২০২০ সালে। কারণ আমরা ???ক ফাইনান্সিয়াল ক্যালেন্ডারে দুটি টুর্নামেন্ট আয়োজন করতে চাইছি না। যেহেতু এবারের আসরটি জানুয়ারিতে চলে এসেছে তার মানে ২০১৯ সালে চলে আসছে পরবর্তী বিপিএলটি। সেই কারণে আমরা ২০২০ সালে আরেকটি বিপিএল করবো।'