promotional_ad

সবাই বিশ্বকাপ জিতে নাঃ মাশরাফি

ছবিঃ ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

২০১৫ বিশ্বকাপ থেকে ওয়ানডেতে বাংলাদেশ দল বেশ ধারাবাহিক। সেবার কোয়ার্টার ফাইনালে খেলেছিল টাইগাররা। তাই ২০১৯ বিশ্বকাপ ঘিরে এখন থেকেই রঙিন স্বপ্ন আঁকছেন অনেকে। 


বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়েছেন সবাই বিশ্বকাপ জিততে পারে না। ভাগ্য সহায় থাকলে বাংলাদেশ দল আগামীতে ভালো করবে এমনটাই বিশ্বাস মাশরাফির।


বৃহস্পতিবার (০৯ আগস্ট) রাতে নিউইয়র্কে মাশরাফি বিন মুর্তজাকে নিয়ে ‘লাইভ ইন মাশরাফি’ অনুষ্ঠানের আয়োজন করেছিল নিউইয়র্কের শো’ টাইম মিউজিক অ্যান্ড প্লে (এসএমপি) সেখানে একথা বলেছেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক।



promotional_ad

"সবাই বিশ্বকাপ জিততে পারে না। দক্ষিণ আফ্রিকা অনেক ভাল দল। তারা আজ পর্যন্ত বিশ্বকাপের ফাইনালে যেতে পারেনি। তবে বিশ্বকাপে জয়ী হওয়া অনেকটা ভাগ্যের ব্যাপার। ভাগ্য ভাল হলে বাংলাদেশও আগামীতে ভাল করবে। "


এই অনুষ্ঠানে অনেকেই মাশরাফিকে টি২০ ক্রিকেটে ফেরার অনুরোধ করেছেন। প্রথমে কিছু বলতে না চাইলেও পরে টি-২০তে তার ফেরার বিষয়ে সামান্য কথা বলেন মাশরাফি। সংক্ষিপ্ত এই ফরম্যাটে অবসর নিয়ে নতুন করে কিছু বলার নেই বলেই জানিয়েছেন তিনি।


মাশরাফির ভাষ্যমতে, 'টি-টোয়েন্টি নিয়ে আগেও আমি অনেকবার বলেছি। এ নিয়ে আসলে নতুন করে বলার নেই।' তবে বয়সের কারণেই তিনি টি-টোয়েন্টি থেকে বিদায় নিয়েছেন, এমনই আভাস দি্যেছেন ভক্তদের।



বর্তমান সময়ে সিনিয়র ক্রিকেটারদের সাথে তাল মিলিয়ে পারফর্মেন্স করতে পারছেন না বাংলাদেশ দলের জুনিয়র ক্রিকেটাররা। মাশরাফি জানিয়েছেন জুনিয়র ক্রিকেটারদের সময় দেয়া উচিত। দীর্ঘ সময় পেরিয়েই সিনিয়রা এই পর্যায়ে এসেছেন বলে মনে করেন তিনি। তাছাড়া, সবাই ভালো করছে বলেই বাংলাদেশ এই অবস্থানে এসেছে বলে জানিয়েছেন মাশরাফি।


'সিনিয়ররা ১০-১২ বছর খেলার পর একটা অবস্থানে এসেছে। নতুনদেরও সেই সময় দিতে হবে। তবে তারাও ভালো করছে না, এমন বলা যাবে না। যার যার অবস্থান থেকে সবাই ভালো করছে বলেই বাংলাদেশ দলে একের পর এক সাফল্য আসছে।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball