'আশরাফুলের জাতীয় দলে ফেরা অসম্ভব নয়'

promotional_ad

স্পট ফিক্সিং কেলেঙ্কারিতে জড়িয়ে পাঁচ বছরের জন্য আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিষিদ্ধ হয়েছিলেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। ঘরোয়া ক্রিকেটের নিষেধাজ্ঞা (বিপিএল ছাড়া) অনেক আগেই শেষ হয়েছে।


ফলে জাতীয় লীগ ও বাংলাদেশ ক্রিকেট লীগের গত আসরে খেলেছেন তিনি। ব্যাট হাতে দেখিয়েছেন ঝলকও। আগামী ১৩ আগস্ট সব ধরণের নিষেধাজ্ঞা থেকে মুক্তি পাচ্ছেন বাংলাদেশের এই তারকা ক্রিকেটার।


আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে তিনি মুখিয়ে আছেন। তবে ফেরাটা মোটেই সহজ হবে না এই ক্রিকেটারের। বিশেষ কিছু করতে পারলেই কেবল তার জন্য খুলে যেতে পারে জাতীয় দলের দরজা। এমনটাই জানিয়েছেন আশরাফুলের ব্যক্তিগত কোচ ওয়াহিদুল গনি।


promotional_ad

"আগামী দিনগুলোতে সবকিছু আশরাফুলের পারফরম্যান্সের উপর নির্ভর করবে। যদি সে বিশেষ কিছু করতে পারে তবে আন্তর্জাতিক ক্যারিয়ারে আরেকটি লাইফলাইন পেতে পারে। আবার আপনাকে চিন্তা করতে হবে তাকে ডাকার ব্যাপারে বোর্ডের নীতিমালা সম্পর্কেও।"


আশরাফুলের আরেক কোচ জালাল চৌধুরি মনে করেন বাংলাদেশের হয়ে বর্তমানে মাঠ মাতানো ক্রিকেটারদের থেকে অনেকটাই পিছিয়ে আছেন আশরাফুল। তার চিন্তার কারণ হয়ে দাঁড়াতে পারে ফিটনেস। তবে জাতীয় দলে ফেরা আশরাফুলের জন্য অসম্ভব নয় বলেই বিশ্বাস এই কোচের।


"আন্তর্জাতিক ক্রিকেটে আবার ডাক পাওয়া মোটেই সহজ হবে না আশরাফুলের জন্য । বাংলাদেশ দলের জন্য যারা খেলছে তাদের থেকে সে অনেক পিছিয়ে। ফিটনেস তার চিন্তার প্রধান কারন হতে পারে। কিন্তু যদি সে নিজের সেরাটা চেষ্টা করতে পারে এটা তার পক্ষে অসম্ভব নয়।"



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball